১২ এপ্রিল ২০১২, বুধবার, ০৪:৫৪:১১ পূর্বাহ্ন


জাপানের সাবেক প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৮-০৭-২০২২
জাপানের সাবেক প্রধানমন্ত্রী গুলিবিদ্ধ শিনজো আবে/ছবি সংগৃহীত


শান্তির দেশ জাপান। সে জাপানেই এখন অশান্তি ও উৎকন্ঠা। দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হয়েছেন। দেশটির নারা সিটিতে এমন ঘটনা ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, জাপানের এ শীর্ষ রাজনৈতিক ব্যাক্তিত্ব কোনো এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে অনেকটা নাটকীয়ভাবে তাকে পেছন দিক থেকে গুলি করা হয়েছে। গুলিতে তিনি লুটিয়ে পরেন। প্রচন্ড রক্তপাত হচ্ছিল। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন। 

অবশ্য ঘটনার পরপরই সাবেক প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টাকারীকে আটক করে পুলিশ।  

শান্তির দেশ জাপান। যেখানে এমন ঘটনা বিরল। শেষ পর্যন্ত যেটা ঘটলো সেটা একেবারে শীর্ষ এক রাজনৈতিক ব্যাক্তিত্বের উপর। এটা রীতিমত ভয়ানক। জাপানে বন্দুক সহিংসতার ঘটনা নেই বললেই চলে। দেশটিতে ছোট আকারের আগ্নেস্রের ব্যবহার  নিষিদ্ধ।  

শিনজো জাপানের রাজনীতে বহুদিন। ১৯৫৪ তে জন্ম নেয়া শিনজো দু’বারের প্রধানমন্ত্রী। ২০১২ থেকে প্রধানমন্ত্রীর দ্বায়িত্ব পালণ করে যান তিনি ২০২০ পর্যন্ত।  দেশটির লিবারেল ডেমোক্রেটিক পার্টিরও শীর্ষ নেতা। 




শেয়ার করুন