১৯ এপ্রিল ২০১২, শুক্রবার, ১০:১৯:১৬ পূর্বাহ্ন


প্রেসিডেন্ট প্রাসাদ বিক্ষোভকারীদের দখলে
সেনা সুরক্ষায় কী শ্রীলঙ্কার প্রেসিডেন্ট?
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৯-০৭-২০২২
সেনা সুরক্ষায় কী  শ্রীলঙ্কার প্রেসিডেন্ট? শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে/ফাইল ছবি


জনরোষের মুখে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে তার সরকারী বাসভবন ছেড়ে গেছেন। তিনি কী পালিয়ে গেছেন নাকি তার নিরাপত্বায় থাকা সেনাবাহিনী তাকে সরিয়ে নিয়ে গেছে সেটা নিশ্চিত করতে পারেনি কেউ। তবে বিসিবি জানিয়েছে, যেহেতু তিনি এখনও দেশটির প্রেসিডেন্ট তাই তাকে নিরাপত্বা দেয়ার দ্বায়িত্ব দেশের সেনাবাহিনী সহ তার নিরাপত্বার দ্বায়িত্বে থাকা কর্মীদের। তবে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে তাঁর সরকারি বাসভবন ছেড়ে অন্যত্র চলে গেছেন বলে প্রতিরক্ষা বিভাগের উচ্চপর্যায়ের এক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।  

এদিকে বেশ কিছুদিন থেকেই শ্রীলঙ্কার মানুষের ক্ষোভ বাড়তে শুরু করেছিল। সেটা ক্রমশ ভয়াবহ রুপ নিয়ে ওই অবস্থার তৈরী হয়েছে। বিক্ষোভকারীদের ঠেকাতে সেনাবাহিনী কারফিউ জারি করলেও সেটাতে কাজ হয়নি। প্রেসিডেন্টের বাসভবনে বিক্ষুব্ধ মানুষ ঢুকে পুরাটাই দখলে নেয়। জানা গেছে বিক্ষুব্ধ মানুষ ভবনের বিভিন্নস্থানে ঢুকে তছনছ করে। সুইমিংপুলে নেমে পানিতে উল্লাস করে।  খবর বিবিসি/এএফপির। 


প্রেসিডেন্ট ভবনে বিক্ষুব্ধ জনতা/ছবি সংগৃহীত 

দেশটির তছনছ হয়ে যাওয়া অর্থনীতি এবং জ্বালানির তীব্র সংকটের মধ্যে শ্রীলঙ্কায় সরকারের বিরুদ্ধে জনরোষ বৃদ্ধি পাচ্ছিল দিন দিন। সপ্তাহখানেক হলো জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দেয়। বিক্ষুদ্ধ মানুষ প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে স্লোগান দিচ্ছিল। বিক্ষোভকারীদের নিরস্র করতে কাঁদানে গ্যাসের পাশাপাশি পুলিশ ফাঁকা গুলি ছোঁড়ে, কিন্তু তাদের ঠেকানো সম্ভব হয়নি। বিভিন্ন খবরে জানা গেছে, প্রেসিডেন্টকে অজ্ঞাত কোন নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। 

কারফিউর মধ্যেও বিক্ষুদ্ধ জনতা ফুসে ওঠায় তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলিবর্ষণ করে নিরাপত্তাকর্মীরা। কিন্তু তাতে কোনো কাজ হয়নি।

এদিকে জ্বালানিসহ নিত্যপণ্যের বাড়তি দামে অতিষ্ঠ দেশটির সাধারন মানুষ। দেশটির স্বাধীনতা পরবর্তী সময়ে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে দিশেহারা শ্রীলঙ্কার মানুষ। কয়েকদিন থেকেই সরকারবিরোধী তুমুল বিক্ষোভে উত্তাল ছিল কলম্বো। গতকাল শুক্রবার পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যেতে থাকলে কারফিউ জারি করা হয়েছিল। দেশটির হাজারো ছাত্র- জনতা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগ ও দ্রুত অর্থনৈতিক সংকটের লাগাম টানার দাবিতে বিক্ষোভ করেন। 

আজ সেই কারফিউয়ের মধ্যেই বিক্ষোভের তটস্থ হয়ে প্রেসিডেন্ট ভবন ছেড়ে চলে যান । 


শেয়ার করুন