দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 17-09-2025

দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ’আন্দোলন সংগ্রাম ও গৌরবময় ঐতিহ্যের ৪৭ বছর’ উদযাপন উপলক্ষে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে গত ১৪ সেপ্টেম্বর বিকেলে বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এক আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদিউল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট, প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি ঢাকা থেকে বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা। আরো বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন মৃধা, সাবেক যুগ্ম আহ্বায়ক এমলাক হোসেন ফয়সাল, রুহুল আমিন নাসির, নাসির উদ্দিন, জোহরা বেগম, জিয়াউল হক মিশন, ব্রুকলিন বিএনপির আহ্বায়ক গোলাম মাহমুদ, দক্ষিণ বিএনপির সাবেক সদস্য, এডভোকেট আরিফ চৌধুরী, ফারদিন রনি, শরীফ চৌধুরী পাপ্পু, বিএনপি নেতা আমিনুল ইসলাম মিঠু, মনিরুল ইসলাম, হাসান মাহমুদ ও জাহিদ হাসান সুমন।

আরো উপস্থিত ছিলেন আব্বাস উদ্দিন, কামাল হোসেন হাওলাদার, মোহাম্মদ রাশেদ মিয়া, মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, রুবেল গাজী, নাজমুল হোসেন, তোফাজ্জল হোসেন, নুরে আলম, মোঃ রাকিব হোসেন, জাহাঙ্গীর আলম অপু, কাজী মনির, গোলাম এন হায়দার মুকুট, মোঃ বায়েজিদ, ব্রুকলিন বিএনপি নেতা আমিন রসুল ছোটন, হুমায়ুন কবির, মো: পারভেজ, কামাল উদ্দিন, মোহাম্মদ হাসান, মোহাম্মদ নাজমুল, আরাফাত টিটো, মোহাম্মদ আফসার, গোলাম কাদের, মো: মাসুদ ও মো: সাফিয়াত।

অনুষ্ঠানের শুরুতে কোরান তেলাওয়াত করেন গোলাম কাদের, তারপর দলীয় সংগীতের মধ্য দিয়ে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন উদ্বোধনী ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে জনাব আনোয়ার হোসেন খোকন বলেন, বিএনপির বিরুদ্ধে যে কোন চক্রান্ত ও ষড়যন্ত্র রুখতে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলকে আরো সুসংগঠিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং দলীয় শৃঙ্খলা মানতে হবে।

গেস্ট অব অনার জনাব আব্দুল লতিফ সম্রাট বলেন, বিএনপি গত ৪৭ বছর বাংলাদেশে নেতৃত্ব দিয়েছে। সরকারে থেকে নেতৃত্ব দিয়েছে, বিরোধী দলে থেকে দিয়েছে এবং রাজ পথে থেকেও নেতৃত্ব দিয়েছে। কাজেই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোন লাভ হবে না।

প্রধান বক্তা সেলিম রেজা বলেন, বাংলাদেশের বিরুদ্ধে যে কোন চক্রান্ত মোকাবেলা করতে বিএনপি প্রস্তুত। শহীদ জিয়ার হাতে গড়া এই দল, তারুণ্যের অহঙ্কার তারেক রহমানের নির্দেশনায় গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি অতীতের যে কোন সময়ের চাইতে এখন অনেক বেশি সংগঠিত, ঐক্যবদ্ধ ও শক্তিশালী। নির্বাচন নিয়ে কোন রকম টাল বাহানা হতে দেওয়া হবে না। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে আসন্ন নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই কাজ করব এই প্রতিশ্রুতি ও আহ্বান ব্যাক্ত করেন।

সমাপনী বক্তব্যে মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার পরে সব শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করে দেশ গড়ায় সকলকে ঐক্যবদ্ধ করেছিলেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি পরিণত হয়েছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলে। আর বিগত ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপিকে পরিণত করেছেন দক্ষিণ এশিয়ান সবচাইতে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক সংগঠনে। আলোচনা সভার শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সমাপ্তি করা হয়।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)