জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আসা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, তার সফরসঙ্গী হিসেবে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহাসচিব আখতার হোসাইন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপি নেত্রী তাসনিম জারা। জানা গেছে, প্রধান উপদেষ্টা আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। এদিকে প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে নিউইয়র্কে পরস্পরবিরোধী অবস্থান লক্ষ্য করা যাচ্ছে যুক্তরাষ্ট্র বিএনপি এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মধ্যে। যুক্তরাষ্ট্র বিএনপির প্রধান উপদেষ্টা এবং বিএনপির মহাসচিবকে স্বাগত জানানোর কর্মসূচি ঘোষণা করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানানোর পূর্ব প্রস্তুতি হিসাবে গত ২০ সেপ্টেম্বর বিকালে বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিটে র্যালির আয়োজন করে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল লতিফ সম্রাটের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির অপর সদস্য জিল্লুর রহমান জিল্লুর পরিচালনায় র্যালিতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ। র্যালিতে আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূইয়া, নিউইয়র্ক স্টেট বিএনপি সভাপতি অলিউল্যাহ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ আহমেদ, নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ বাবর উদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম রহমান, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি ইঞ্জিনিয়ার সায়েম রহমান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুণ, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বৈদেশিক রাজনৈতিক বিষয়ক কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মোশাররফ হোসেন সবুজ, এবাদ চৌধুরী, আনোয়ার হোসেন, রিয়াজ মাহমুদ, নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপি জসীম, বিএনপি নেতা বদরুল হক আজাদ, মনিরুল ইসলাম, জাহাঙ্গীর হাসাইন, যুবদল নেতা আতিকুল হক আহাদ, মিজানুর রহমান, দেওয়ান কাউছার প্রমুখ।
নেতৃবৃন্দ জানান, আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সামনে প্রধান উপদেষ্টা এবং বিএনপির মহাসচিবকে স্বাগত জানানো হবে।
এদিকে নিউইয়র্কের একটি হোটেলে ২৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টাসহ সফরসঙ্গীদের সঙ্গে এনআরবি কানেক্ট ডে ব্যানারে প্রবাসীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। আগামী ২ অক্টোবর তার দেশের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করার কথা রয়েছে।