নিউইয়র্কে ইনফ্লেশন রিফান্ড চেক নিয়ে সতর্কবার্তা


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 01-10-2025

নিউইয়র্কে ইনফ্লেশন রিফান্ড চেক নিয়ে সতর্কবার্তা

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল ইনফ্লেশন রিফান্ড চেককে ঘিরে একাধিক প্রতারণামূলক প্রচারণার বিরুদ্ধে স্টেটের জনগণকে সতর্ক করেছেন। প্রতারকরা টেক্সট বার্তা, ভয়েস কল, ইমেইল এবং ডাকযোগে চিঠির মাধ্যমে ভুয়া দাবি ছড়াচ্ছে যে রিফান্ড চেক পেতে করদাতাদের ব্যাংক বা পেমেন্ট সংক্রান্ত ব্যক্তিগত তথ্য জমা দিতে হবে। তবে স্টেট গভর্নমেন্ট এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন আখ্যা দিয়েছে এবং জনগণকে এসব যোগাযোগ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। 

গভর্নর হোচুল এক বিবৃতিতে বলেন, যোগ্য নিউইয়র্কারদের মুদ্রাস্ফীতি রিফান্ড চেক পেতে কোনো আবেদন, সাইন আপ বা ব্যক্তিগত তথ্য জমা দেওয়ার প্রয়োজন নেই। কেবলমাত্র নির্ধারিত আয়সীমার মধ্যে যারা ট্যাক্স রিটার্ন জমা দিয়েছেন এবং যাদের অন্য কেউ নির্ভরশীল হিসেবে দাবি করেনি, তারা স্বয়ংক্রিয়ভাবে রিফান্ড চেক পাবেন। তিনি আরো জোর দিয়ে বলেন, নিউইয়র্ক স্টেট ট্যাক্স ডিপার্টমেন্ট কিংবা আইআরএস কখনোই ফোন বা টেক্সটের মাধ্যমে ব্যক্তিগত তথ্য চায় না। ইতিমধ্যেই নিউইয়র্ক স্টেটের ৮২ লাখেরও বেশি পরিবারে ইনফ্লেশন রিফান্ড চেক পাঠানো শুরু হয়েছে। অক্টোবরের শুরু থেকে এই চেক বিতরণ শুরু হয়েছে এবং নভেম্বর মাসজুড়ে চলবে। অর্থাৎ আগামী কয়েক সপ্তাহ ধরে যোগ্য পরিবারগুলো ডাকযোগে রিফান্ড চেক হাতে পাবে। বিস্তারিত তথ্য ও যোগ্যতা সম্পর্কে জানতে নিউইয়র্ক স্টেট ট্যাক্স ডিপার্টমেন্টের সরকারি ওয়েবসাইট-ny.gov/inflationrefund ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে। 

নিউইয়র্ক স্টেটের পক্ষ থেকে সকল নাগরিকদের নিরাপদ থাকতে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে: ট্যাক্স নিয়ে হুমকিমূলক ফোনকল পেলে সঙ্গে সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করা, কোনো ভুয়া ট্যাক্স প্রতিনিধির সঙ্গে সরাসরি দেখা না করা বা নগদ অর্থ প্রদান না করা, সন্দেহজনক ইমেইলে ব্যক্তিগত তথ্য না দেওয়া এবং অচেনা লিঙ্কে ক্লিক না করা। এছাড়া প্রতারণামূলক বার্তা পেলে প্রেরককে ব্লক করে মুছে ফেলতে এবং অবিলম্বে ট্যাক্স ডিপার্টমেন্ট বা আইআরএসে রিপোর্ট করতে বলা হয়েছে। গভর্নর হোচুলের প্রশাসন বলছে, প্রতারণার এই নতুন কৌশল থেকে রক্ষা পাওয়ার সর্বোত্তম উপায় হলো সচেতনতা ও সতর্কতা। অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে যখন চেক বিতরণ হবে, তখন প্রতারকরা আরো সক্রিয় হতে পারে। তাই সঠিক তথ্য জানা, ভুয়া বার্তা এড়িয়ে চলা এবং সন্দেহজনক কার্যকলাপ রিপোর্ট করাই নাগরিকদের নিরাপদ রাখবে এবং প্রতারণার শিকার হওয়া থেকে বাঁচাবে। 

নিউইয়র্কের বাসিন্দারা ‘ভর্তুকি চেক’ পাবেন

মুদ্রাস্ফীতির পরিপ্রেক্ষিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যসহ গ্যাস-পানি-বিদ্যুতের বিল বৃদ্ধি পাওয়ায় নিউইয়র্কের স্বল্প ও মাঝারি আয়ের মানুষেরা কঠিন এক সংকটে নিপতিত। এত্থেকে কিছুটা রেহাই দেওয়ার অভিপ্রায়ে নিউইয়র্ক স্টেটের ৮২ লাখ অধিবাসীর নিকট ‘ভর্তুকি চেক’ পাঠানো হচ্ছে। শুক্রবার ২৬ সেপ্টেম্বর স্টেট গর্ভুর ক্যাথি হোকুল এই ঘোষণা দিয়েছেন। গর্ভুর বলেছেন, ২০২৩ সালে যারা ট্যাক্স প্রদান করেছেন, তারা পাবেন এ চেক। এর পরিমাণ সর্বোচ্চ ৪০০ ডলার। আয়ের ওপর ভিত্তি করে কেউ পাবেন ৪০০ ডলারের চেক, আবার কেউ ২০০ অথবা ৩০০ ডলার। 

গভর্নর জানান, বার্ষিক দেড় লাখ ডলার পর্যন্ত আয় হওয়া দম্পতি পাবেন সর্বোচ্চ ৪০০ ডলারের চেক। ৩০০ ডলার পাবেন যে দম্পতির বার্ষিক আয় দেড় লাখ থেকে ৩ লাখ ডলারের মধ্যে। বার্ষিক ৭৫ হাজার ডলার আয়কারী ব্যক্তি পাবেন ২০০ ডলারের চেক। আর দেড়শ ডলারের চেক পাবেন ৭৫ হাজার থেকে দেড় লাখ ডলারের মধ্যে আয়কারী। ডাকযোগে চেক আসবে কিংবা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে অক্টোবর ও নভেম্বরের মধ্যে। এ সময়ের মধ্যে চেক-অর্থ না পেলে স্টেট গভর্র্নর অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)