১৬ বছরের কিশোর বন্দুকধারীর গুলিতে ১৩ বছরের শিশু নিহত


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 01-10-2025

১৬ বছরের কিশোর বন্দুকধারীর গুলিতে ১৩ বছরের শিশু নিহত

কুইন্সের ক্যামব্রিয়া হাইটস এলাকায় স্প্রিংফিল্ড বুলভার্ড ও লিনডেন বুলভার্ডের মোড়ে অবস্থিত একটি ডানকিন ডোনাটসের বাইরে ১৩ বছর বয়সী শিশু সানজয় সামুয়েলকে গুলি করে হত্যার অভিযোগে ১৬ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত কিশোর গত ২৭ সেপ্টেম্বর কুইন্স ক্রিমিনাল কোর্টে হাজির হয়ে দোষ স্বীকার করেছে। তার আইনজীবী আদালতে দাবি করেন, কিশোরকে নাবালক হিসেবে বিবেচনা করা উচিত। তবে বিচারক ইউজিন বোওন বলেন, অভিযুক্ত নিজের কাজের পরিণতি পুরোপুরি বোঝে এবং তাকে জামিনহীনভাবে হেফাজতে রাখার নির্দেশ দেন। 

বিচারক বোওন কিশোরকে সতর্ক করে বলেন, আপনি কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন, তবে আমি মনে করি না আপনি অজ্ঞ। ১৬ বছর বয়সে আপনি বোঝেন কিছু সিদ্ধান্ত কতটা গুরুতর। এ সময় কিশোরের পরিবার আদালতে কান্নায় ভেঙে পড়ে। এমনকি একজন কোর্ট অফিসার পরিবারের একজন সদস্যকে ন্যাপকিন দিয়ে সাহায্য করেন। 

ঘটনার দিন সকালে সানজয় তার বন্ধুদের সঙ্গে ডোনাটসের বাইরে দাঁড়িয়েছিল। এ সময় অভিযুক্ত কিশোর রেজার স্কুটারে করে এসে প্রথমে ভয় দেখায়। কিছুক্ষণ পর ফিরে এসে সানজয়কে পিস্তল দিয়ে আঘাত করে এবং মাথার পেছনে গুলি চালায়। গুরুতর আহত সানজয় দুদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা যায়। পরিবার জানিয়েছে, তারা লাশ থেকে অঙ্গপ্রত্যঙ্গ দান করার প্রস্তুতি নিচ্ছেন। 

অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে দ্বিতীয়-ডিগ্রি হত্যাকাণ্ড ও অস্ত্র বহনের অভিযোগ আনা হয়েছে, যা প্রমাণিত হলে তার ২৫ বছর থেকে আজীবন কারাদণ্ড হতে পারে। পুলিশ জানিয়েছে, হত্যার পর অভিযুক্ত পালিয়ে যায়, মাথার চুল ছোট করে এবং নিজের স্কুল ব্যাকপ্যাক ফেলে দেয়। ঘটনাটি সিসিটিভি ও ড্যাশ ক্যামেরায় ধরা পড়ে, যা তাকে শনাক্ত করতে সাহায্য করে। অ্যাসিস্ট্যান্ট ডিসট্রিক্ট অ্যাটর্নি আন্দ্রেস সানচেজ বলেন, হত্যাকাণ্ডটি শহরের একটি ব্যস্ত মোড়ে সংঘটিত হয়েছে এবং শিকার ও স্থানীয়রা স্পষ্টভাবে জানতেন যে, অভিযুক্ত কিশোরের সঙ্গে আগে থেকেই কিছু বিরোধ ছিল। 

কিশোরের আইনজীবী ড্যারেন ফিল্ডস আদালতে কোমলতার আবেদন জানিয়ে বলেন, তার মক্কেল মনোযোগের ঘাটতি ও অতিসক্রিয়তা সম্পর্কিত মানসিক সমস্যায় ভুগছে এবং ওষুধ গ্রহণ করছে। এছাড়া তার গুরুতর শ্বাসকষ্টও রয়েছে। তবে বিচারক বোওন আবেদন খারিজ করে বলেন, কিশোরও কখনো কখনো প্রাপ্তবয়স্কদের জগতে প্রবেশ করতে পারে। গুরুতর সিদ্ধান্তের গুরুতর ফলাফল থাকে। 

কুইন্স জেলা অ্যাটর্নি মেলিন্ডা কাতজ বলেন, যা একটি সাধারণ স্কুলের দিন হওয়া উচিত ছিল, তা এই হত্যার মাধ্যমে মৃত্যুর রূপ নিয়েছে। এ ঘটনা কেবল শিকারির জীবন নয়, হত্যাকারীর ভবিষ্যৎকেও বিপর্যস্ত করেছে। এটি অযৌক্তিক বন্দুক সহিংসতার একটি উদাহরণ, যা জননিরাপত্তা বিপন্ন করে এবং আমাদের শিশুদের জীবন কেড়ে নেয়। স্থানীয়রা ও পরিবার নিহত সানজয়ের প্রতি শোক প্রকাশ করেছেন। তার বাবা থিওফিলাস সামুয়েল জোর দিয়ে বলেছেন, তার ছেলে কোনো গ্যাং বা অপরাধ চক্রের সঙ্গে জড়িত ছিল না। 


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)