তাঁরা নিজেদের জায়গায় সফল হলেও খুব বিনয়ী


আলমগীর কবির , আপডেট করা হয়েছে : 01-10-2025

তাঁরা নিজেদের জায়গায় সফল হলেও খুব বিনয়ী

শোবিজ অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি অভিনয়ের গুণে। তবে সাদিয়া আয়মান এবার এক নতুন ভূমিকায় হাজির হয়েছেন সঞ্চালক হিসেবে। ব্রিটিশ কাউন্সিলের ‘কানেকশন আনলকড’ পডকাস্টে উপস্থাপনার মাধ্যমে যুক্ত হয়েছেন একেবারে ভিন্নধারার একটি উদ্যোগে। এই অভিজ্ঞতা তাঁকে নতুন করে ভাবতে শিখিয়েছে বিনয়, দায়িত্ব আর জানার আগ্রহ নিয়ে। এ নিয়ে তিনি কথা বলেছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত পাঠকপ্রিয় দেশ পত্রিকার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন আলমগীর কবির 

প্রশ্ন: আপনার খোঁজখবর নেবার আগে প্রথমেই জানতে চাই, উপস্থাপনার নতুন ভূমিকায় আপনাকে দেখে একটু চমকেই গেলাম। কেমন লাগছে?

সাদিয়া আয়মান: ধন্যবাদ। সত্যি বলতে, আমি নিজেও শুরুতে একটু নার্ভাস ছিলাম। উপস্থাপনার অভিজ্ঞতা আমার আগে ছিল না। কিন্তু যখন ‘কানেকশন আনলকড’ পডকাস্টের কনসেপ্টটা শুনলাম, তখন মনে হলো- এটা অন্য রকম কিছু। নতুন কিছু শেখার সুযোগ বলেই রাজি হলাম। এখন কাজটা বেশ উপভোগ করছি।

প্রশ্ন : এই পডকাস্টের মাধ্যমে তো সমাজের ভিন্ন ভিন্ন ক্ষেত্রের মানুষের সঙ্গে আপনার পরিচয় ঘটছে। অভিজ্ঞতাটা কেমন?

সাদিয়া আয়মান: এক কথায় বললে- সমৃদ্ধকর। এমন অনেক মানুষের সঙ্গে কথা বলেছি, যাঁরা পর্দার আড়ালে থেকে দেশের জন্য দারুণ কাজ করছেন। তাঁদের জীবন, ভাবনা আর কাজের প্রতি দায়বদ্ধতা দেখে আমি মুগ্ধ হয়েছি। তাঁরা নিজেদের জায়গায় সফল হলেও খুব বিনয়ী। এই বিনয়, এই নিঃসঙ্গ অধ্যবসায় আমার জন্য এক বড় শিক্ষা হয়ে থাকবে। প্রতিটি পর্বের শুটিং শেষে মনে হয়েছে, আমি যেন একটু বদলে যাচ্ছি- একটু বেশি জানতে চাইছি, বুঝতে শিখছি।

প্রশ্ন: এর আগে তো কখনও উপস্থাপনায় দেখা যায়নি আপনাকে। এটাই কি প্রথম?

সাদিয়া আয়মান: হ্যাঁ, এই প্রথম। ক্যারিয়ারের শুরুর দিকে যখন বিজ্ঞাপন করতাম, উপস্থাপনার প্রস্তাব আসত, কিন্তু আমি সব সময় অভিনয়কেই প্রাধান্য দিয়েছি। এবার ব্রিটিশ কাউন্সিল যখন ‘কানেকশন আনলকড’-এর প্রস্তাব দিল, তখন কনসেপ্টটা শুনেই আগ্রহী হয়ে উঠি। ভেবেছিলাম, নিজেকে একটু অন্যভাবে চ্যালেঞ্জ করি।

প্রশ্ন: উপস্থাপনায় বসার আগে নিশ্চয়ই প্রস্তুতির দরকার হয়েছে?

সাদিয়া আয়মান: অবশ্যই। এই অনুষ্ঠানে যারা অতিথি হয়ে আসছেন, তাঁরা মূলত নেপথ্যের মানুষ। তাঁদের নিয়ে আগে থেকে জানতে হয়েছে, পড়াশোনা করতে হয়েছে। আমি যেন তাঁদের সঠিকভাবে প্রশ্ন করতে পারি, সেটা নিশ্চিত করার চেষ্টা করেছি। এই প্রস্তুতির মধ্য দিয়ে আমি বুঝেছি, অনেক কিছুই আমি জানি না। এই উপলব্ধি খুব দরকার ছিল।

প্রশ্ন: কেমন বিষয় উঠে আসছে এই পডকাস্টে?

সাদিয়া আয়মান: বিষয়গুলো খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। যেমন, প্রথম পর্বে আলোচনা হয়েছে জলবায়ু পরিবর্তন নিয়ে। সেখানে ক্লাইমেট অ্যাকটিভিস্ট সোহানুর রহমান এবং ব্রিটিশ কাউন্সিলের হেড অব এডুকেশন তৌফিক হাসান অতিথি ছিলেন। পরের পর্বগুলোতেও আসছেন এমন সব মানুষ, যাঁরা দেশে-বিদেশে উচ্চশিক্ষা নিয়ে এখানে কাজ করছেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছেন।

প্রশ্ন: এই অভিজ্ঞতা কি আপনার কাজের ধরনে কোনো প্রভাব ফেলেছে?

সাদিয়া আয়মান: অবশ্যই। শুধু একজন শিল্পী নয়, একজন মানুষ হিসেবেও আমি সমৃদ্ধ হয়েছি। যখন এমন মানুষের সঙ্গে দেখা হয়, যারা নিঃস্বার্থভাবে সমাজের জন্য কাজ করছেন, তখন নিজের কাজটাকেও নতুনভাবে মূল্যায়ন করতে শিখি। এই উপলব্ধি আমাকে আরও সচেতন করেছে।

প্রশ্ন: দর্শকদের জন্য এই অনুষ্ঠানের মূল বার্তা কী বলে মনে করেন?

সাদিয়া আয়মান: আমার মনে হয়, অনেক তরুণ-তরুণী এখন নিজেকে খুঁজে পাচ্ছে না, দিশেহারা। এই পডকাস্ট তাঁদের দেখাবে, সাফল্য মানে শুধু খ্যাতি নয়- মানেই প্রভাব, দায়িত্ব, আর বিনয়। এমন অনেক মানুষ আছেন, যাঁরা বড় কাজ করছেন, অথচ তাঁরা নিজের ঢাক নিজে পেটাচ্ছেন না। তাঁদের গল্প তরুণদের অনুপ্রাণিত করবে, আমি বিশ্বাস করি।

প্রশ্ন: উপস্থাপনার জগতে কি নিয়মিত হওয়ার ইচ্ছা আছে?

সাদিয়া আয়মান: এখনই বলছি না যে নিয়মিত উপস্থাপনা করব। তবে যদি এমন কনটেন্টভিত্তিক, অর্থবহ কোনো কাজ আসে, আমি আগ্রহী হব। কারণ, এই অভিজ্ঞতা শুধু ক্যারিয়ারে নয়, জীবনের জন্যও মূল্যবান।

প্রশ্ন: আবার অভিনয়ে ফিরছি—‘উৎসব’ সিনেমায় আপনার অভিনয় দর্শকেরা বেশ পছন্দ করেছেন। সামনে কি নতুন কোনো সিনেমা আসছে?

সাদিয়া আয়মান: সিনেমার ব্যাপারে এখনই নিশ্চিত কিছু বলা যায় না। কয়েকজন নির্মাতার সঙ্গে আলোচনা চলছে, তবে গল্প ও চরিত্র আমার কাছে ঠিকঠাক না হলে রাজি হই না। কিছু গল্প নিয়ে আগ্রহ আছে, দেখা যাক কী হয়। আশা করছি, সামনে কিছু ভালো খবর দিতে পারব।

প্রশ্ন: নাটকেও আপনাকে এখন কম দেখা যায়। নতুন কোনো কাজ করছেন?

সাদিয়া আয়মান: কিছুদিন বিরতি ছিল। এখন আবার কাজ শুরু করেছি। কয়েকটি নাটকের কাজ শেষ করেছি। পাশাপাশি কিছু ওটিটির প্রজেক্টেও কাজ করেছি, যেগুলো শিগগিরই মুক্তি পাবে। এ মাসেই চরকিতে একটি ওয়েব ফিল্ম আসছে, ভিকি জাহেদের পরিচালনায়। এটি আগে নাটক হিসেবে করা হয়েছিল, পরে চরকি কিনে নেয়।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)