মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক খলিলুরের


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 08-10-2025

মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক খলিলুরের

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান। গত ৩ অক্টোবর ওয়াশিংটন ডিসিতে এসব বৈঠক হয় বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত তারেক এম আরিফুল ইসলামও উপস্থিত ছিলেন।

খলিলুর রহমানের সঙ্গে একটি বৈঠক হয় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের। বৈঠকে তিনি মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব, আগামী ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে প্রস্তুতি ও সরকারের পদক্ষেপে যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয় বলেছে, বৈঠকে তারা আঞ্চলিক রাজনৈতিক ও নিরাপত্তা বিষয় নিয়েও আলোচনা করেন। অ্যালিসন হুকার রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের প্রচেষ্টার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন জানান বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

খলিলুর রহমান জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের ঘোষিত ৬ কোটি মার্কিন ডলারের সহায়তার জন্য মার্কিন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

পৃথক বৈঠকে খলিলুর রহমান প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল চুলিক এবং ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু হারাপের সঙ্গে দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেন। তিনি যুক্তরাষ্ট্রের ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভের অ্যাসিসটেন্ট ব্রেন্ডান লিঞ্চের সঙ্গেও বৈঠক করেন। সেখানে তাদের মধ্যে মার্কিন শুল্ক নিয়ে আলোচনা হয়।

খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং বাণিজ্য ঘাটতি কমে এলে শুল্ক কমানোর বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানান। ব্রেন্ডান লিঞ্চ আশ্বাস দেন, শুল্ক চুক্তি বাস্তবায়ন ও বাণিজ্য ঘাটতি কমার সঙ্গে সঙ্গে বিষয়টি বিবেচনা করা হবে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)