এইচ-ওয়ান বি ভিসার ওপর ১ লাখ ডলার ফি আরোপের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা আটকাতে একটি মামলা দায়ের করা হয়েছে। ইউনিয়ন, কর্মচারী ও ধর্মীয় দলের একটি গ্রুপ ওই মামলা দায়ের করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, গত ৩ অক্টোবর সান ফ্রান্সিসকোর একটি ফেডারেল আদালতে ট্রাম্পের ফি আরোপের বিষয়টিকে চ্যালেঞ্জ করে ওই মামলা দায়ের করা হয়েছে।
ইউনাইটেড অটো ওয়ার্কাস ইউনিয়ন, আমেরিকান অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রফেসরস ও অন্য বাদীরা বলেছেন যে, নির্দিষ্ট কিছু বিদেশি নাগরিকের প্রবেশ সীমিত করার জন্য ট্রাম্পের ক্ষমতা তাকে এইচ-ওয়ান-বি ভিসা প্রোগ্রাম তৈরির আইনকে অগ্রাহ্য করার অনুমতি দেয় না। ওই কর্মসূচির মাধ্যমে মার্কিন নিয়োগকর্তারা বিশেষ ক্ষেত্রে বিদেশী কর্মী নিয়োগ করতে পারেন। প্রযুক্তি কোম্পানিগুলো এইচ-ওয়ান-বি ভিসা প্রাপ্ত কর্মীদের ওপর ব্যাপকভাবে নির্ভর করে। সমালোচকরা বলেছেন, এইচ-ওয়ান বি ও অন্য কর্মী ভিসার মাধ্যমে প্রায়ই মার্কিন কর্মীদের পরিবর্তে কমমূল্যে বিদেশী কর্মীদের কাজ দেওয়া হয়।
তবে বিভিন্ন ব্যবসায়িক গ্রুপ ও বড় কোম্পানিগুলো জানিয়েছে, যোগ্য মার্কিন কর্মীর ঘাটতি পূরণের জন্য এইচ-ওয়ান-বি একটি গুরুত্বপূর্ণ উপায়। বর্তমানে এইচ-ওয়ান-বি ভিসার স্পনসরকারী নিয়োগকর্তারা সাধারণত ২ হাজার থেকে ৫ হাজার ডলার এর মধ্যে ফি প্রদান করে। যা মূলত কোম্পানি ও ফ্যাক্টরির আকারের ওপর নির্ভর করে। ট্রাম্পের নতুন আদেশে এইচ-বি-ওয়ান ভিসাধারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ১ লাখ ডলার প্রদান করতে হবে। তবে ট্রাম্প প্রশাসনের তরফে বলা হয়েছে, যাদের ইতিমধ্যে ওই ভিসা আছে তাদের ক্ষেত্রে আদেশটি গ্রহণযোগ্য নয়।