মির্জা ফখরুল ইসলামের সাথে সারা কুকের বৈঠক


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 29-10-2025

মির্জা ফখরুল ইসলামের সাথে সারা কুকের বৈঠক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন বৃটিশ হাইকমিশনার সারাহ কুক। গত ২৮ অক্টোবর মঙ্গলবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।

সাক্ষাতের সময়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী পরে সাংবাদিকদের বলেন, আসন্ন নির্বাচনের প্রস্তুতিসহ দ্বি-পাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের আগামী নির্বাচন নিয়ে প্রস্তুত কী আছে, নির্বাচন কমিশনের প্রস্তুতি, নির্বাচন কমিশনের কর্মকান্ড, বিএনপির প্রস্তুতি এবং স্বাভাবিকভাবে একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে বিস্তুারিত আলোচনা হয়েছে। আজকের আলোচনায় যেটা গুরুত্বের সাথে আলোচনা হয়েছে যে, এই নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের পরিপ্রেক্ষিতে আজকে প্রেক্ষাপটটা কী?

নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে অন্তবর্তীকালীন সরকারের তত্ত্বাবধায়ক সরকারের মুডে কাজ করার বিষয়টিও আলোচনায় উঠে এসেছে বলে জানান তিনি।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)