কবি আনিসুর রহমান অপু আর নেই


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 29-10-2025

কবি আনিসুর রহমান অপু আর নেই

শেষ পর্যন্ত মরণব্যাধী ক্যান্সারের কাছে আত্মসমর্পন করলেন কবি আনিসুর রহমান অপু। কবির বন্ধু বাদশা হোসেন জানান, কবি আনিসুর রহমান অপু প্রায় দেড় বছর ধরে ক্যান্সারের সাথে লড়াই করছেন। কিন্তু বিষয়টি কাউকে না জানাতে অনুরোধ করেছিলেন। একাই লড়াই করে যাচ্ছিলেন। গত ২৫ অক্টোবর বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান, আত্মীয়- স্বজন এবং বন্ধু- বান্ধব রেখে গেছেন।

বাদশা হোসেন জানান, প্রায় পনের দিন আগে আনিসুল রহমান অপু অসুস্থ হয়ে পড়লে তাকে লংআইল্যান্ড জুইস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। পরদিন তার নামাজে জানাজা পার্কচেস্টার জামে মসজিদে অনুষ্ঠিত হয় এবং নামাজে জানাজা শেষে তাকে নিউজার্সির মুসলিম গোরস্তানে দাফন করা হয়।

ঝালিকাঠির সন্তান কবি আনিসুর রহমান অপু নব্বয়ের দশকে আমেরিকায় আসেন। আমেরিকায় এসে তিনি ম্যানহাটনে গ্রেহাউন বাস স্টেশনে কাজ করতেন। তার বাসা ছিলো ওজনপার্কে। সেখানেই স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে থাকতেন। তার দুই সন্তানের মধ্যে একজন ইঞ্জিনিয়ারিং এ এবং অপরজন ডাক্তারিতে পড়ছেন। বাদশা হোসেন জানান, আনিসুর রহমান অপু জানতেন তার সময় শেষ হয়ে আসছে। যে কারণে তিনি প্রিয় জন্মভূমিতে গিয়েছিলেন এবং আত্মীয়- স্বজনদের দেখে এসেছিলেন। আবার সৌদী আরবে গিয়ে হজ্ব করেও এসেছিলেন।

উল্লেখ্য, কবি আনিসুর রহমান অপু দেশ পত্রিকায় নিয়মিত লিখতেন। কিন্তু ক্যান্সারে আক্রান্ত হবার পর তিনি লেখা ছেড়ে দেন। কবি আনিসুর রহমান অপুর মৃত্যুতে দেশ পত্রিকার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। আনিসুর রহমান অপুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন বন্ধু বাদশা হোসেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)