পার্কচেস্টারে মেট্রো নর্থের নতুন স্টেশন


হাবিব রহমান , আপডেট করা হয়েছে : 29-10-2025

পার্কচেস্টারে মেট্রো নর্থের নতুন স্টেশন

ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকায় দ্রুত এগিয়ে চলছে মেট্রো নর্থের নতুন রেল স্টেশন নির্মাণ কাজ। মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি (গঞঅ)-এর উদ্যোগে চারটি নতুন স্টেশন তৈরি হচ্ছে- পার্কচেস্টার, হান্টস পয়েন্ট, মরিস পার্ক ও কো-অপ সিটি। এর মধ্যে পার্কচেস্টার স্টেশনটি স্থানীয়দের কাছে সবচেয়ে প্রত্যাশিত। আগামী বছরই এটি চালু হওয়ার কথা।

সরে জমিনে গিয়ে দেখা যায়,পার্কচেস্টারে নব নির্মিত স্টেশনের অবকাঠামো দৃশ‍্যমান। এর পাশেই আছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ অ্যাপার্টমেন্ট কমপ্লেকস। যেখানে ১২৯ একর জায়গার উপর ১৭০টি ভবনে আছে ১২ হাজার ২৫০টি অ্যাপার্টমেন্ট। যাতে বসবাস করেন বিপুল সংখ‍্যক বাংলাদেশি। মেট্রোনর্থের কাজ এগিয়ে যাওয়ায় এসব অ্যাপার্টমেন্টে বসবাসকারী বাংলাদেশিরা উল্লাস প্রকাশ করছেন।

ব্রঙ্কস বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন হলেন, নতুন লাইন চালু হলে পার্কচেস্টার থেকে সরাসরি ম্যানহাটনের গ্র্যান্ড সেন্ট্রাল পর্যন্ত যাতায়াত আরো সহজ ও দ্রুত হবে। এখন যারা সাবওয়ে বা বাসে দীর্ঘ সময় ব্যয় করেন, তাদের জন্য এটি হবে এক যুগান্তকারী পরিবর্তন।

কমিউনিটি নেতা আবদুস শহীদ বলেন, এই প্রকল্প ঘিরে এলাকাজুড়ে জেগে উঠছে নতুন ব্যবসায়িক সম্ভাবনা। বাড়বে কর্মসংস্থান, বৃদ্ধি পাবে কনিডোমিনিয়াম, প্রাইভেট হাউজ ইতাদির দাম এবং ছোট ব্যবসার বিকাশ ঘটবে।

তাছাড়া মেট্রোনর্থ স্টেশন সংলগ্ন এলাকায় নির্মিত হচ্ছে মনিটিফিউর হাসপাতালের একটি শাখা। এটি চালু হলে এই এলাকায় বসবাসরত বাংলাদেশিসহ অন‍্যান‍্যরা সহজে স্বাস্থ্য সুবিধা পাবেন।

জানা গেছে প্রতিটি স্টেশনে থাকবে আধুনিক যাত্রীসুবিধা, নিরাপত্তা ব্যবস্থা ও প্রতিবন্ধীবান্ধব প্রবেশপথ।

স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করেন, এই প্রকল্প চালু হলে ব্রঙ্কসের অর্থনীতি ও জীবনযাত্রায় আসবে ইতিবাচক পরিবর্তন। মেট্রো নর্থের নতুন লাইন খুলে দেবে কর্মসংস্থান, যোগাযোগ ও উন্নয়নের নতুন দিগন্ত- যা বদলে দিতে পারে পুরো এলাকার ভবিষ্যৎ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)