মামদানি একজন অভিনেতা


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 29-10-2025

মামদানি একজন অভিনেতা

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচন আগামী ৪ নভেম্বর। এ নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী জোহরান মামদানি অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন সাবেক গভর্নর এন্ড্রু কুমো এবং রিপাবলিকান দলের প্রার্থী হিসাবে নির্বাচন করছেন স্লিওয়া। মেয়র নির্বাচনকে কেন্দ্র করে এখন রাজনৈতিক মাঠ উত্তপ্ত। প্রতিদিন প্রার্থীরা সভা- সমাবেশ করছেন এবং নিজেদের পক্ষে ভোট প্রার্থনা করছেন। সেই সঙ্গে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করছেন। গত ২৮ অক্টোবর বিকেলে জ্যাকসন হাইটসে জেবিবিএ’র সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মানের নেতৃত্বে অনুষ্ঠিত হয় এন্ড্রু কুমোর সংবাদ সম্মেলন।

সেই সংবাদ সম্মেলনে এন্ড্রু কুমো অপর মেয়র প্রার্থী জোহরান মামদানিকে উদ্দেশ করে বলেন, তিনি একজন ভালো অভিনেতা এবং চটকদারি আশ্বাসে পরদর্শী। তিনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন তার সঙ্গে বাস্তবের কোন সম্পর্ক নেই। তিনি আসলে মানুষের সঙ্গে চলনা করছেন। জোহরান মামদানির মায়ের কথা বলতে গিয়ে বলেন, তিনি একজন চলচ্চিত্র নির্মাতা। যে ধরনের চলচ্চিত্র নির্মাণ ইসলাম সমর্থন করে না তিনি সেই ধরনের চলচ্চিত্র নির্মাণ করেন। সাবেক গভর্নর আরো বলেন, জোহরনান মামদানি নিউইয়র্কে পতিতালয়ের স্বীকৃতি দিতে চান। এটা কী ইসলাম ধর্ম অনুমোদন করে? তিনি প্রশ্ন রেখে বলেন, জোহরান বিভিন্ন কমিউনিটির অনুষ্ঠানে যাচ্ছে এবং নিউইয়র্কবাসীকে বিভক্ত করছে। আমরা নিউইয়র্কবাসী বিভক্তিতে বিশ্বাস করি না, আমরা সকল ধর্ম-বর্ণের মানুষ সমান অধিকার নিয়ে বেঁচে থাকতে চাই। তিনি আরো বলেন, নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের সঙ্গে গাজা বা ফিলিস্তিনি কোন সম্পর্ক নেই। তারপরেও বার বার টেনে আনা হচ্ছে এই ইস্যুটি। তিনি বলেন, আমি কোন ধর্ম বা গোষ্ঠির বিরুদ্ধে নই, কিন্তু আমার নামে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। তিনি বলেন, নিউইয়র্ক সিটি পৃথিবীর সবচেয়ে ব্যস্ত সিটি এবং এই সিটির পরিচালনার জন্য প্রয়োজন অভিজ্ঞ মানুষ। জোহরান মামদানির কোনো অভিজ্ঞতা নেই, এমনকি একজন অ্যাসেম্বলিম্যান হিসেবেও তার কোনো ভূমিকা ছিল না। সে কীভাবে মেয়রের দায়িত্ব পালন করবে। করোনার সময় আমি ঠিকভাবে দায়িত্ব পালন করেছি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিবিদ ফাহাদ সোলায়মান, কমিউনিটি অ্যাকটিভিস্ট ইমাম কাজী কাইয়্যুম, অ্যাটর্নি নরেশ গেহী প্রমুখ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)