জ্যাকসন হাইটসে রিজিক হালাল পিজ্জা অ্যান্ড ট্যাকোর উদ্বোধন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 05-11-2025

জ্যাকসন হাইটসে রিজিক হালাল পিজ্জা অ্যান্ড ট্যাকোর উদ্বোধন

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের প্রাণকেন্দ্রে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশি মালিকানাধীন নতুন হালাল রেস্তোরাঁ। নাম দেওয়া হয়েছে ‘রিজিক হালাল পিজ্জা অ্যান্ড ট‍্যাকো’। জ্যাকসন হাইটসে বাংলাদেশি কমিউনিটিতে হালাল পিজ্জা অ্যান্ড ট্যাকোর অভাব ছিল। অবশেষে সেই অভাব দূর হলো। এই রেস্টুরেন্টে গ্রাহকদের জন্য থাকছে পিজ্জা, ট‍্যাকো, চা-কফি, সালাদ ও ডেজার্টসহ সব ধরনের হালাল খাবারের নিশ্চয়তা। আবার পরিবেশনটিও চমৎকার।

বাংলাদেশি অধ্যুষিত ‘মিনি বাংলাদেশ’ নামে পরিচিত জ্যাকসন হাইটসের ৭২-৩০ ব্রডওয়েতে রিজিক হালাল পিজ্জা অ্যান্ড ট‍্যাকোর উদ্বোধন করেন ইমিগ্র্যান্ট ইন্টারন্যাশনালের চেয়ারপারসন, কুইন্স ডোমোক্র্যাটি লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান স্টিভেন রাগা। এছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটির পরিচিত মুখ মোহাম্মদ আবুল কাশেম, কমিউনিটি অ্যাকটিভিস্ট তরিকুল ইসলাম মিঠু এবং প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বিশিষ্ট সিপিএ ও ব্যবসায়ী মোহাম্মদ চিশতি ও তার সহধর্মিণী চেরি অ্যান চিশতি।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ইমাম কাজী কাইয়্যুম।

অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, রিজিক হালাল পিজ্জা অ্যান্ড ট্যাকোর উদ্বোধন শুধু একটি নতুন ব্যবসার সূচনা নয়, বরং এটি বাংলাদেশি উদ্যোক্তাদের অগ্রযাত্রার আরেকটি উজ্জ্বল উদাহরণ। তারা নতুন এই ব্যবসার সফলতা কামনা করেন এবং কমিউনিটিতে হালাল খাবারের বিকল্প বাড়ানোর এই উদ্যোগকে সাধুবাদ জানান।

রিজিক হালাল পিজ্জা অ্যান্ড ট‍্যাকো ইতোমধ্যে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে দারুণ আগ্রহ সৃষ্টি করেছে। ব্যবসার মালিক পক্ষ জানিয়েছেন, তারা গুণগত মান ও গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। সব সময় ফ্রেশ খাবার সরবরাহ করবেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)