নির্বাচন দরজায় কড়া নাড়ছে সংস্কার কতদূর?


সালেক সুফী , আপডেট করা হয়েছে : 12-11-2025

নির্বাচন দরজায় কড়া নাড়ছে সংস্কার কতদূর?

নিজেদের ঘোষিত সময়সীমা অনুযায়ী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হাতে সময় আছে ডিসেম্বর এবং জানুয়ারি। জুলাই আগস্ট ২০২৪ ছাত্র জনতার আন্দোলনের ফসল ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বের সরকার অবাধ, নিরপেক্ষ নির্বাচনের পাশাপাশি ব্যাপক সংস্কার এবং তাদের বিবেচনায় জুলাই-আগস্ট গণহত্যার বিচার সম্পাদনের প্রতিশ্রুতি দিয়েছিল। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিল। জনগণ দেখলো নজিরবিহীন মামলাবাণিজ্য, পূর্ববর্তী সরকারপ্রধান, মন্ত্রী, সাংসদ ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক মামলাবাণিজ্য। সংস্কার বলতে অনেকগুলো সংস্কার কমিশন গঠন করে বিপুল সুপারিশ প্রণয়ন। 

কিন্তু স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, বাণিজ্য, জ্বালানি বিদ্যুৎ, কৃষি কোথাও কোনো সংস্কার দৃশ্যমান হলো না। দুর্নীতির বিরুদ্ধেও কোনো শাস্তিমূলক ব্যবস্থা গৃহীত হয়েছে বলা যাবে না। সরকারপ্রধানের ভিশন জিরো অর্জন কতটুকু প্রশ্ন উঠছে, বরং দেশে চাঁদাবাজি, নিয়োগবাণিজ্য, মামলাবাণিজ্য, মব সন্ত্রাস জনজীবনকে বিপর্যস্ত করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক। এতো কিছুর পরও সরকার যদি অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পাদন করতে পারে, তাহলে জনজীবনে স্বস্তি আসবে।

বর্তমানে দেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। নির্বাচনকে উপলক্ষ করে রাজনৈতিক দলগুলো দলীয় মনোনয়ন দিতে শুরু করেছে। সেখানেও মনোনয়নবাণিজ্যের কথা শোনা যাচ্ছে। যতই দিন যাবে বড় দলগুলোর মাঝে দলীয় বিতর্ক এবং সংঘাত দৃশ্যমান হতে পারে। প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যেও রাজপথে সংঘাত হতে পারে। সবচেয়ে বড় সংকট আওয়ামী লীগ এবং সমমনা দলগুলো নিয়ে। ওদের বাইরে রাখলেও সমস্যা, নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়াটাও সহজ নয়।

নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি বাংলাদেশের জাতীয় জীবনে অনেক কিছুই ঘটতে পারে। রাজনীতিতে কোনো কিছুই শেষকথা নয়। ১৯৭২-২০২৫ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিন্তু গৌরব করার মতো খুব কিছু নেই। তবুও জনগণের অংশগ্রহণে নির্বাচন এখন একমাত্র মুক্তির পথ। শতবিতর্কের মাঝেও সরকার নির্বাচন করতে পারলে দায়মুক্তি পাবে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)