যোগ্য স্থানেই ব্যাটিং কোচ আশরাফুল


খন্দকার সালেক , আপডেট করা হয়েছে : 12-11-2025

যোগ্য স্থানেই ব্যাটিং কোচ আশরাফুল

বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয় মোহাম্মদ আশরাফুল। খেলোয়াড়ি জীবনে জনপ্রিয়তার শীর্ষে থাকা এ ব্যাটসম্যানের ক্যারিয়ারে গেছে উত্থানপতন, যা সবারই কমবেশি জানা। তবে খেলোয়াড় আশরাফুলের দুর্দান্ত সব ইনিংস এখনো দাগ কাটে। 

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানরা যখন ব্যর্থতার ধারাবাহিকতায়, ঠিক তখনি বিসিবি বাংলাদেশ ক্রিকেটের প্রথম আন্তর্জাতিকমানের ব্যাটসম্যান নানা মাইলস্টোন গড়া মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছে। কেউ আশরাফুলের ব্যাটিং প্রতিভা বা ক্রিকেটীয় প্রতিভা নিয়ে প্রশ্ন করতে পারবে না।

ম্যাচ ফিক্সিং বিচ্যুতি না হলে আশরাফুল আরো অনেক মাইলস্টোনের মালিক হতেন। নিজেদের দোষ অকপটে স্বীকার করেও শাস্তি বরণ করেছে। শাস্তি শেষেও দারুণ ফর্মে থাকা অবস্থায় প্রতিহিংসার কারণে বৈষম্যের শিকার হয়েছে। ক্রিকেটে জড়িত থাকার জন্য প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ নিয়ে লেভেল থ্রি যোগ্যতা অর্জন করেছে। দেশীয় দলকে দেশে এবং বিদেশে কোচিং করিয়েছে। আশরাফুলের মানের একজন ক্রিকেটার তার অভিজ্ঞতা জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে শেয়ার করলে জাতীয় দল উপকৃত হবে। হয়তো কোচ হিসেবে অভিজ্ঞতা সীমিত। কিন্তু যে কোনো বাংলাদেশি কোচ থেকে আশরাফুলের সামর্থ্য কম বিবেচনা করা সঠিক নয়। বাংলাদেশের স্থানীয় কোচদের আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ে ধারণা সীমিত।

দেখি ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় কিছু আলোচক এবং কনটেন্ট ক্রিয়েটর বিসিবির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেন। জানিনা আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ে তাদের কতটুকু অভিজ্ঞতা আছে। ক্রিকেট বিষয়ে এক্সপার্ট মতামত দেওয়াতেও আছে কতটুকু যোগ্যতা।

আমি মনে করি, দেশের মাটিতে আয়ারল্যান্ড দলের বিরুদ্ধে আশরাফুলকে সুযোগ দিয়ে বিসিবি ভুল করেনি। অপেক্ষা করতে হবে সিরিজ শেষ দেখা পর্যন্ত। আমার ব্যাক্তিগত বিশ্বাস ক্রিকেট বিশ্বে বাংলাদেশকে প্রথম চিনিয়ে দেওয়া আশরাফুল সফল হবে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)