মামদানির ট্রানজিশন টিমে বাংলাদেশিসহ মহিলা নেতৃত্বের সমাহার


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 12-11-2025

মামদানির ট্রানজিশন টিমে বাংলাদেশিসহ মহিলা নেতৃত্বের সমাহার

নিউইয়র্ক সিটির মেয়র-ইলেক্ট জোহরান মামদানি গত ৫ নভেম্বর তার প্রশাসনের ট্রানজিশন টিমের জন্য একটি সর্বমহিলা সহ-চেয়ার প্যানেল ঘোষণা করেছেন। এই দলে রয়েছেন সাবেক ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) চেয়ার লিনা খান, সাবেক ফার্স্ট ডেপুটি মেয়র মারিয়া টরেস-স্প্রিংগার, ইউনাইটেড ওয়ে অব নিউইয়র্ক সিটির প্রধান গ্রেস বোনিলা, সাবেক ডেপুটি মেয়র (স্বাস্থ্য ও মানবসেবা) মেলানি হার্টজগ এবং রাজনৈতিক উপদেষ্টা এলানা লিওপোল্ড। বাংলাদেশি বংশোদ্ভূত কমিউনিকেশন স্ট্যাটেজিস্ট জারা রহিমকে নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি তার সম্পূর্ণ নারী নেতৃত্বাধীন ট্রানজিশন টিমে অন্তর্ভুক্ত করেছেন। এই টিম ২০২৬ সালের ১ জানুয়ারি দায়িত্ব গ্রহণের প্রস্তুতি চলাকালীন মামদানির আসন্ন প্রশাসনকে কৌশলগত দিকনির্দেশনা দেবে।

লিনা খান, যিনি বার্নি স্যান্ডার্সের ঘনিষ্ঠ সহযোগী ও মার্কিন রাজনীতিতে প্রগতিশীল নীতি প্রচারে পরিচিত, বাইডেন প্রশাসনের সময় এফটিসির চেয়ার হিসেবে ছিলেন। প্রতিযোগিতা ও করপোরেট জবাবদিহিতার কড়া প্রয়োগকারী হিসেবে তার খ্যাতি রয়েছে। তাকে মামদানির টিমে অন্তর্ভুক্ত করা বিশ্লেষকদের মতে একটি শক্ত রাজনৈতিক বার্তা- নতুন মেয়র ধনীদের ওপর কর বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় হ্রাস এবং অলিগার্কের বিরুদ্ধে লড়াইয়ে নিজের অবস্থান অটুট রাখবেন। মামদানি জানান, এটি তার প্রশাসনের প্রথম ধাপ মাত্র। তিনি ইঙ্গিত দেন যে শিগগিরই আরো কিছু গুরুত্বপূর্ণ নিয়োগের ঘোষণা আসবে, যাদের কেউ কেউ পরিচিত মুখ, কেউ বা একেবারে নতুন। তার ভাষায়। আমরা শহর উন্নয়নের ফ্রন্টলাইনে থাকা সংগঠক, অভিজ্ঞ প্রশাসক, নীতিবিশেষজ্ঞ, এবং সেই কর্মজীবী মানুষদের, যারা নিজের এলাকাগুলোর প্রয়োজন সবচেয়ে ভালো জানেন তাদের নিয়ে বিস্তৃত পরিসরে মানুষকে যুক্ত করব। তিনি আরো বলেন, আমাদের শহর সরকারকে জনগণের সেবায় রূপান্তর করতে হলে, বাস্তব অভিজ্ঞতা ও নৈতিক দৃঢ়তাসম্পন্ন নেতৃত্ব প্রয়োজন। আমার এই দল সেই লক্ষ্যেই প্রথম পদক্ষেপ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)