এমসি কলেজের ভোটার তালিকা হস্তান্তর


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 19-11-2025

এমসি কলেজের ভোটার তালিকা হস্তান্তর

সিলেট এমসি এন্ড গভর্মেন্ট কলেজ এলামনাই এসোসিয়েশন ইউএসএ’র চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচন কমিশনের নিকট হস্তান্তর করা হয়েছে। ভোটার তালিকা হস্তান্তর করেন এলামনাই এসোসিয়েশনের সভাপতি সফিক চৌধুরী, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু ও সহ সভাপতি আজিমুর রহমান বুরহান।

ভোটার তালিকা গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার ময়নুল হক চৌধুরী হেলাল, নির্বাচন কমিশনার আসিফ চৌধুরী এবং তোফায়েল আহমদ চৌধুরী। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আগামী ২৮ ডিসেম্বর সিলেট এম সি এন্ড গভর্মেন্ট কলেজ এলামনাই এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। কার্যকরি কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ সুষ্ঠু ভোটার তালিকা ও সংশোধিত সংবিধানের কপি কমিশনের কাছে হস্তান্তর করার জন্য। কমিশন সকল সদস্যদের নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সকলের সহযোগিতা কাম্য।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)