অনাড়ম্বর অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত হলেন লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএর নবনির্বাচিত কর্মকর্তারা। গত ১৫ নভেম্বর সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ব্রুকলিনের কনি আইল্যান্ডস্থ একটি পার্টি হলে এক অনুষ্ঠানের নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষিক্ত করা হয়। হলভর্তি অডিটোরিয়ামে অনুষ্ঠানে নতুন কমিটির পক্ষ থেকে আগামী দুই বছরের মধ্যে সংগঠনের ভবন ক্রয় ও স্থায়ী অফিস প্রতিষ্ঠার প্রতিশ্রুতি প্রদান করা হয়। এটি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করা হয়। এছাড়াও প্রবাসের অন্যতম বৃহৎ সেবামূলক সংগঠন বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইউএসএর পথ ধরে লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএকে প্রবাসের অন্যতম আদর্শ সংগঠনের পরিণত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সংগঠনের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী, বিশিষ্ট ব্যবসায়ী, বৃহত্তর নোয়খালী সোসাইটি ইউএসএর নবনির্বাচিত সভাপতি জাহিদ মিন্টু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রব মিয়া, বৃহত্তর নোয়খালী সোসাইটি ইউএসএর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাজি মফিজুর রহমান, সভাপতি নাজমুল হক মানিক ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক এএসএম মাইনুদ্দীন পিন্টু, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র মিন্টু চৌধুরী, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাকসুদুর রহমান, প্রধান নির্বাচন কমিশনার আমীর হোসেন বাবু, অধ্যাপক ইব্রাহীম চৌধুরী রতন, ইঞ্জনিয়ার জামিল উদ্দিন, তসলিম উদ্দিন খান প্রমুখ। অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
মোশাররফ হোসেনের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনার আমীর হোসেন বাবু সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক আলমগীর মোল্লার নেতৃত্বে সংগঠনের নতুন কমিটি কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান। বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের সদস্য মোহাম্মদ আলী। পরবর্তীতে সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যদের নামও ঘোষণা এবং তাদের ফুর দিয়ে বরণ করা হয়। এই পরিষদের কর্মকর্তারা হলেন-মাকসুদুর রহমান (প্রধান উপদেষ্টা)। সদস্য যথাক্রমে অধ্যাপক ইব্রাহীম চৌধুরী রতন, একেএম রশীদ আহমেদ, আমীর হোসেন বাবু, মোহাম্মদ হোসেন, নূর নবী, ইমাম উদ্দিন কিরণ, সাইফুল ইসলাম আলমগীর, মোহাম্মদ আলী, গোলাম হোসেন, তানভির হোসেন বাবু ও ফিরোজ মাহমুদ।
অনুষ্ঠানে সংগঠনের আগামী দুই বছরের পরিকল্পনা তুলে ধরে তা বাস্তবায়নের জন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক আহমেদ জুবায়ের। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন আহমেদ জুবায়েরসহ সাইফুল ইসলাম ও আরমান হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জাহিদ মিন্টু তাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি নবনির্বাচিত কর্মকর্তাদের অভিনন্দন জানান। সেই সঙ্গে তিনি বলেন, তিনি সব সময় লক্ষ্মীপুরবাসীর সঙ্গে রয়েছেন এবং আগামীতেও থাকবেন। তিনি লক্ষ্মীপুরবাসীর স্বপ্ন পূরণে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে অতিথি বক্তারা বলেন, বৃহত্তর নোয়াখালীর অন্যতম জেলা লক্ষ্মীপুরের প্রবাসীদের সামাজিক সংগঠন লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএর সার্বিক উন্নয়ন ও কল্যাণে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, আমরা সবাই ভাই ভাই। সবাই মিলে সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়ে লক্ষ্মীপুরবাসীদের আরো এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো সংগীতানুষ্ঠান ও নৈশভোজ। এই পর্বে সংগীত পরিবেশন করেন মরিয়ম মারিয়া ও সজিব। উল্লেখ্য, কনকনে ঠান্ডা উপেক্ষা করে বিপুল সংখ্যক প্রবাস লক্ষ্মীপুরবাসী সপরিবারে অনুষ্ঠানে যোগ দেয়ায় অনুষ্ঠানটি তাদের মিলন মেলায় পরিণত হয়।