ঊনবাঙালের নতুন চমক মাসিক একক সংগীতশিল্পী মিতা হোসেন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 26-11-2025

ঊনবাঙালের নতুন চমক মাসিক একক সংগীতশিল্পী মিতা হোসেন

নিউইয়র্কে নিবন্ধিত শিল্প-সাহিত্যের সংগঠন ঊনবাঙাল এর ৬৩তম সভায় গত ২২ নভেম্বর যুক্ত হয় একক সংগীতানুষ্ঠান। এই আয়োজনের প্রথম শিল্পী হিসেবে আমন্ত্রণ পান শিল্পী মিতা হোসেন। মিতা হোসেন ঊনবাঙালের একজন নিয়মিত সদস্য, তিনি সংগীত বিভাগের উপপ্রধান হিসেবে গত এক বছর ধরে দায়িত্ব পালন করছেন। ‘শুদ্ধ শিল্পের নিবিড় চর্চা’ এই স্লোগানকে সামনে রেখে গত এক যুগ ধরে নিউইয়র্কে বাংলা শিল্প ও সাহিত্যের চর্চা করছে ঊনবাঙাল। এরই ধারাবাহিকতায় একটি নতুন কার্যক্রম মাসিক একক সংগীতসন্ধ্যা শুরু হলো। মিতা হোসেন সোনালি যুগের বেশকিছু গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে রাখেন। আগামী ১৩ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে কুইন্স পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠান করছে ঊনবাঙাল। সেই অনুষ্ঠানের রিহার্সাল দিয়েই সন্ধ্যাটা শুরু হয়। ‘বিজয় একটি খোলা জানালা’ গীতি-কাব্যালেখ্যের রিহার্সেলে নেতৃত্ব দেন ঊনবাঙাল-সংগীত বিভাগের প্রধান সৈয়দ মাসুদুল ইসলাম টুটুল।

অন্যদের মধ্যে ছিলেন মিতা হোসেন, মোহাম্মদ শানু, বুলা আফরোজ, আবিদা সুলতানা, মুন্না চৌধুরী, রেণু রোজা, মুক্তি জহির, দিমা নেফারতিতি, আহসান হাবিব, জিএম ফারুক খান, নজরুল ইসলাম, চমক ইসলাম, রেজা কামাল, দানিয়েল ইসলাম প্রমুখ। 

এই দিন একক সংগীত পারফর্ম করার জন্য ঊনবাঙালের পক্ষ থেকে মিতা হোসেনকে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়। এ সময় সাইটেশন পাঠ করে শোনান কবি কাজী জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊনবাঙাল আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৬-এর আহ্বায়ক ফখরুল আলম।

উল্লেখ্য, তিনি ২০২৫-এর বইমেলারও আহ্বায়ক ছিলেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)