আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের থ‍্যাংকসগিভিং ডে উদযাপিত


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 03-12-2025

আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের থ‍্যাংকসগিভিং ডে উদযাপিত

আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাব টার্কি, চিকেন, শীতকালীন বিভিন্ন ধরনের পিঠা পরিবেশন, আলোচনা সভা-গানসহ নানা আয়োজনে থ‍্যাংকসগিভিং ডে উদযাপন করেছে। গত ২৭ নভেম্বর সন্ধ্যায় নিউইয়র্কের জ‍্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সদস‍্য, তাদের পরিবার-পরিজন, কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অতিথিরা। ছোটবড় সব বয়সী মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ছিল প্রাণবন্ত, উপভোগ্য।

আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি রাশেদ আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ ফারুক রহমানের পরিচালনায় সবাইকে ধন‍্যবাদ জানান সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার। স্বাগত বক্তব্য রাখেন-সভাপতি রাশেদ আহমেদ। আলোচনায় অংশ নেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, জেবিবিএর সাধারণ সম্পাদক ও মূলধারার রাজনীতিবিদ নেতা ফাহাদ সোলায়মান, নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিব, লেখক হুমায়ুন কবির ঢালী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, নিলুফা শিরিন, সাংবাদিক রিমন ইসলাম, নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র সহ-সভাপতি জসিমউদ্দীন ভিপি, যুক্তরাষ্ট্র বিএনপি নেত্রী সৈয়দা মাহমুদা শিরিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক নাজিম উদ্দিন, কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদাত হোসেন রাজু, ফেরদৌস খান, কমিউনিটি লিডার তরিকুল ইসলাম মিঠু, তপন মোদক, ডা. বিউটি প্রমুখ।

অনুষ্ঠানকে সফল করতে সার্বিকভাবে সহযোগিতা করেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আলিম খান আকাশ, যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন অভি, প্রচার সম্পাদক আনিসুর রহমান, কার্যকরি সদস্য লায়লা খালেদা, সদস‍্য আদিত্য শাহীন, নুরুন্নাহার নিশা খান, অনিক রাজ, অজিৎ ভৌমিক, আলমগীর কবির, সৌমিক আহমেদ।

সবশেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। আর এতে একের পর এক গানে সবাইকে বিমোহিত করেন চ‍্যানেল আই সেরাকণ্ঠ কৃষ্ণা তিথি। এছাড়াও সংগীত পরিবেশন করেন মো. হারুন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)