জেএমসির সভাপতি ডা. নাজমুল, সেক্রেটারি ফখরুল ইসলাম


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 03-12-2025

জেএমসির সভাপতি ডা. নাজমুল, সেক্রেটারি ফখরুল ইসলাম

জ্যামাইকা মুসলিম সেন্টার নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের সর্ব বৃহত্তম এবং ধর্মীয় প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানকে ঘিরেই মূলত জ্যামাইকায় বাংলাদেশি জনপদ গড়ে উঠেছে। সে কারণে বাংলাদেশি ছাড়াও নিউইয়র্কের মূলধারার রাজনীতিকদের কাছে জেএমসি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। যে কারণে তারা বার বার ছুটে আসেন জেএমসিতে। এবারের মেয়র নির্বাচনেও জেএমসির ভূমিকা ছিল উল্লেখ করার মতো। এছাড়াও জেএমসির সামাজিক কর্মকাণ্ড বিপুলভাবে প্রশংসিত। কমিউনিটির সেবায় বা কল্যাণে জেএমসির কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন।

এই প্রতিষ্ঠানটি পরিচালনা করার জন্য রয়েছে একটি শক্তিশালী কমিটি। তারা নির্বাচিত হন সিলেকশন কমিটির মাধ্যমে। শুরু থেকেই জ্যামাইকা মুসলিম সেন্টারের পরিচালনা পরিষদের নেতৃত্বে থাকেন শিক্ষিত পেশাদার ব্যক্তিরা।

জানা গেছে গত সপ্তাহে জ্যামাইকা মুসলিম সেন্টারের সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডা. নাজমুল এইচ খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জ্যামাইকার তরুণ ও ডাইনামিক লিডার, অ্যাকটিভিস্ট ও মূলধারার রাজনীতিক ফখরুল ইসলাম দেলোয়ার। জেএমসির সিলেকশন কমিটি তাদের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে। 

উল্লেখ্য, ডা. নাজমুল এইচ খান দীর্ঘদিন যাবৎ জেএমসির ডু সম্পৃক্ত। তিনি বিদায়ী কমিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন। অপরদিকে ফখরুল ইসলাম দেলোয়ার জ্যামাইকা তথা নিউইয়র্কের তরুণ নেতৃত্বের প্রতীক। জ্যামাইকাকে বাংলাদেশিদের জন্য নিরাপদ ও বাসযোগ্য এলাকা হিসাবে গড়ে তোলার পিছনে রয়েছে অনেকের ডু তার নিরলস নেতৃত্ব। তিনি জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা এবং সভাপতি। তিনি জ্যামাইকা ফাতেমা গ্রোসারির স্বত্বাধিকারী। তিনি জেএমসির বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য সাধারণ সভায় তাদের চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

জানা গেছে, ২০২৬- ২০২৭ মেয়াদের জন্য বোর্ড অব ট্রাস্টি চেয়ারম্যান ডা. মোহাম্মদ এম রহমান, ভাইস চেয়ারম্যান এনাম মোহাম্মদ হক, সদস্য মোহাম্মদ শাব্বির তাহের, মহিবুল ইসলাম, আসাবুর রহমান সাবু, মুজিবুর রহমান, মোহাম্মদ এ. মুকিত ও মোহাম্মদ এস. আহমেদ (হুমায়ুন)।

এক্সিকিউটিভ কমিটির ভাইস প্রেসিডেন্ট আফতাবউদ্দিন মান্নান, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ নাসিরউদ্দিন, ট্রেজারার সৈয়দ এম রহমান লাবু, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার শাহাদাত হাসান, সদস্য- মোহাম্মদ আই. রাশেদ রানা, মোহাম্মদ এন. আহসান, মোহাম্মদ শাহাবুল উদ্দিন, শোয়েব বখত, সদস্য আজাহার হক, জুলকার এন. হায়দার ও মোহাম্মদ সাইফুল ইসলাম।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)