খালেদা জিয়ার সুস্থতায় যুক্তরাষ্ট্র বিএনপির বিশেষ দোয়া মাহফিল


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 10-12-2025

খালেদা জিয়ার সুস্থতায় যুক্তরাষ্ট্র বিএনপির বিশেষ দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় যুক্তরাষ্ট্র বিএনপি সাবেক কর্মকর্তারা বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন। দোয়া মাহফিলটি গত ৪ ডিসেম্বর বাদ এশা জ্যাকসন হাইটসের ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিপুলসংখ্যক বিএনপি ও মূলধারার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই আয়োজনের মূল দায়িত্বে ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসাইন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাখওয়াত হোসেন আজম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আকতার হোসেন বাদল, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসাইন সবুজ ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের সহকারী ইমাম।

অনুষ্ঠানে দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রর বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাট। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি অ্যাকটিভিস্ট আবু জাফর মাহমুদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ এম রেজা, যুক্তরাষ্ট্র জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এম সোহওয়ার্দী, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ, সালেহ চৌধুরী, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুরুজ্জামান, বিএনপি নেতা জাফর তালুকদার, মোহাম্মদ মৃধা জসিম, সালেহ আহমেদ মানিক, দুলাল মিয়া, মীর মিজান, জামিলুর রহমান, ডিউক খান, গোলাম এন হায়দার মুকুট, যুক্তরাষ্ট্র বিএনপির মহিলা বিষয়ক সাবেক মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা মাহমুদা শিরিন, মাসুদ, মনিরুল ইসলাম, আবুল কালাম, আব্দুল করিম প্রমুখ।

আব্দুল লতিফ সম্রাট বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজকে গুরুতর অসুস্থ। আপনারা সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন। আজকে প্রমাণ হয়েছে খালেদা জিয়া সারা বাংলাদেশের আইকনে পরিণত হয়েছে। আজকে দলমত নির্বিশেষে সবাই দোয়া করছেন। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, শেখ হাসিনার সরকার খালেদা জিয়াকে বিষপ্রয়োগে হত্যা করেছেন।

আকতার হোসেন বাদল বলেন, খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী। তিনি সারা জীবন দেশ এবং মানুষের জন্য আন্দোলন করেছেন। তিনি দেশ এবং জাতির জন্য নিজের একজন সন্তানকে হারিয়েছেন, আরেক সন্তান পঙ্গ হয়েছে, আবার নিজের জীবনকে বুঁকির মধ্যে ফেলে দিয়েছেন। কিন্তু তিনি আপোষ করলে আজকে বিদেশে ভাল থাকতে পারতেন। তিনি সেই সুযোগ গ্রহণ করেননি। বলা যায় তিনি তার পরিবারকে দেশের জন্য উৎসর্গ করেছেন।

মোশাররফ হোসেন সবুজ অনুষ্ঠানকে সফল করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)