যুক্তরাষ্ট্রে ফেন্টানাইল সংকট মোকাবিলায় নজিরবিহীন পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ১৫ ডিসেম্বর এক নির্বাহী আদেশে তিনি মারাত্মক মাদক ফেন্টানাইলকে আনুষ্ঠানিকভাবে ‘ওয়েপন্স অব ম্যাস ডেস্ট্রাকশন’ বা ভরসাম্য ধ্বংসের অস্ত্র হিসেবে শ্রেণিবদ্ধ করেছেন। হোয়াইট হাউসের ওভাল অফিসে ঘোষিত এই আদেশের মাধ্যমে ফেন্টানাইল চোরাচালান ও উৎপাদনের বিরুদ্ধে ফেডারেল সরকারের আইনগত ও নিরাপত্তামূলক ক্ষমতা আরো বিস্তৃত করা হলো, যা দেশটির মাদকবিরোধী নীতিতে একটি বড় মোড় হিসেবে দেখা হচ্ছে।
এই আদেশ আসে এমন এক সময়ে যখন ক্যারিবিয়ানে ভেনেজুয়েলার ‘ড্রাগ বহনকারী জাহাজ’ এবং ‘নারকো-সন্ত্রাসবাদীদের’ ওপর কেউ এস কর্তৃক বেশ কয়েকটি বিতর্কিত হামলা করা হয়েছে, যা কিছু হিউমান রাইটস সংস্থার মতে বেআইনি। ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, কোনো বোমা এ ক্ষতি করতে পারবে না, যা ফেন্টানাইল করছে। তাই আমরা আনুষ্ঠানিকভাবে ফেন্টানাইলকে ভরসাম্য ধ্বংসের অস্ত্র হিসেবে ঘোষণা করছি। তারা আমাদের দেশকে মাদকগ্রস্ত করতে চাচ্ছে।
হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট আগে ওয়েপন্স অব ম্যাস ডেস্ট্রাকশন সংজ্ঞায়িত করেছিল, এগুলো হতে পারে রেডিওলজিক্যাল, রাসায়নিক, জৈবিক বা অন্যান্য যন্ত্র, যা অনেক মানুষের ক্ষতি করার উদ্দেশ্যে ব্যবহৃত হয়। নতুন আদেশে বলা হয়েছে, অবৈধ ফেন্টানাইল একটি নাশকীয় মাদক নয়, বরং রাসায়নিক অস্ত্রের কাছাকাছি। মাত্র দুই মিলিগ্রাম, যা প্রায় অদৃশ্য এবং টেবিলের লবণের ১০-১৫ দানা সমান, সেটিই মারাত্মক মাত্রা। শত শত হাজার আমেরিকান ইতিমধ্যেই ফেন্টানাইল ওভারডোজে মারা গেছেন।সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ২০২৪ সালে ফেন্টানাইলের কারণে ৮০ হাজারের বেশি আমেরিকান মারা গেছে বলে অনুমান করছে। এটি যুক্তরাষ্ট্রে ওভারডোজ মৃত্যুর একটি প্রধান কারণ।
নির্বাহী আদেশে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে ফেন্টানাইল চোরাচালান নিয়ে তদন্ত এবং মামলা পরিচালনা করার জন্য। পাশাপাশি স্টেট এবং ট্রেজারি ডিপার্টমেন্টকে ফেন্টানাইল চোরাচালানে যুক্ত ব্যক্তিদের সম্পদ ও ব্যাংক অ্যাকাউন্ট লক্ষ্য করার নির্দেশ দেওয়া হয়েছে। ডিফেন্স এবং হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টও ফেন্টানাইল উৎপাদন বা চোরাচালানকারী দেশ, কার্টেল এবং অন্যান্য সংগঠনগুলোর বিরুদ্ধে অতিরিক্ত পদক্ষেপ নিতে সক্ষম হবে।
পুর্বে ট্রাম্প চীন, কানাডা ও মেক্সিকোর ওপর ফেন্টানাইল আমদানির প্রবাহ বন্ধ করতে পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ার অভিযোগে শুল্ক আরোপ করেছিলেন। এছাড়াও তিনি একাধিক ড্রাগ কার্টেলকে বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন এবং ভেনেজুয়েলা, কলোম্বিয়া ও মেক্সিকোর স্থলভাগে অভিযানের হুমকিও প্রদান করেছেন। এই নির্বাহী আদেশের ঘোষণা মেক্সিকান সীমান্তরক্ষী পদক প্রদান অনুষ্ঠানে করা হয়, যেখানে দক্ষিণ সীমান্তে মোতায়েন সেনাদের সম্মাননা জানানো হয়।