মতলব সমিতির নতুন কমিটি


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 17-12-2025

মতলব সমিতির নতুন কমিটি

গত ১৪ ডিসেম্বর আমেরিকায় বসবাসরত মতলববাসীর প্রাণের সংগঠন প্রবাসী মতলব সমিতির সাধারণ সভা জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হয়। বর্তমান কার্যকরি পরিষদের মেয়াদকাল ৩১ ডিসেম্বর ২০২৫। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ শেষ হওয়ার ৩ মাস পূর্বে নতুন কমিটি গঠন করতে হবে এবং প্রতিটি কমিটির মেয়াদ দুই বছর। একই পদে কোন ব‍্যাক্তি দুই বারের বেশি থাকতে পারবেন না। সেই অনুযায়ী আগামী দুই বছরের জন্য নতুন কার্যকরি পরিষদ গঠন করতে হবে । 

বিপুলসংখ্যক সদস্যের উপস্থিতিতে বর্তমান সভাপতি মো: রবিউল আলমের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয়। এরপর গত দুই বছরের সকল হিসাব ও কার্যক্রম তুলে ধরা হয়।

বিভিন্ন আলোচনা শেষে একজন প্রধান নির্বাচন কমিশনারসহ তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে প্রস্তাব এবং সমর্থনের মাধ্যমে সিলেকশন করে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করে। নির্বাচন কমিশনে প্রধান ছিলেন মো: তৌহিদুল ইসলাম মানিক, সহ নির্বাচন কমিশনার লুৎফর রহমান সোহেল এবং মো: জিল্লুর দেওয়ান। উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা সদস্যগণ, উপদেষ্টা পরিষদের সদস্যগণ, কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ ও আজীবন সদস্যগণ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)