বৃহত্তর কুমিল্লা সমিতির নবনির্বাচিত কমিটির বর্ণিল অভিষেক


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 17-12-2025

বৃহত্তর কুমিল্লা সমিতির নবনির্বাচিত কমিটির বর্ণিল অভিষেক

প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন বৃহত্তর কুমিল্লা সমিতির নবনির্বাচিত কমিটির বর্ণিল অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহত্তর কুমিল্লা সমিতির অভিষেক অনুষ্ঠানটি এবার একটু ভিন্ন ছিল। কারণ যাদের নামে বহিষ্কারাদেশ ছিল গত সাধারণ সভায় তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। যে কারণে সেই অংশটি অভিষেকে অংশগ্রহণ করে। প্রচন্ড ঠান্ডা এবং তুষারঝড়ের আশঙ্কাকে উপেক্ষা করে কুমিল্লাবাসী স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কুমিল্লাবাসী ছাড়াও কম্যুনিটির বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তিন পর্বে বিভক্ত অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ, দ্বিতীয় পর্বে ছিল আলোচনা এবং শেষ পর্বে ছিল দেশেও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা।

অসুস্থতার কারণে সভাপতি ডা. এনামুল হক আসতে পারেননি। তার অনুপস্থিতিতে পুরো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমানে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ইউছুস সরকার। সাধারণ সম্পাদক এ সিদ্দিক পাটোয়ারি ও সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরকারের চমৎকার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, প্রতিষ্ঠাতা সভাপতি আলী আক্কাস, উদযাপন কমিটির আহ্বায়ক মামুন মিয়াজি, প্রধান সমন্বয়কারী মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, সদস্য সচিব জাহাঙ্গীর সরকার, উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা কাজী তোফায়েল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সরকার, প্রধান নির্বাচন কমিশনার শামসুদ্দীন শামীম, নির্বাচন কমিশনের সদস্য, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি ফখরুল ইসলাম মাছুম, কমিশনের সদস্য মির্জা দোস্তগীর, বরুড়া সমিতির সভাপতি বদরুল হক আজাদ, ব্রাহ্মণবাড়িয়া সমিতির সভাপতি আলম সরকার, কুমিল্লা সমিতি ইউএসএ’র সভাপতি আবুল হোসেন, মোহাম্মদ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কুমিল্লা সোসাইটির সভাপতি মোহাম্মদ আসাদুল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম হারুণ, সাবেক ভাইস প্রেসিডেন্ট ফারুক হোসেন মজুমদার, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের উপদেষ্টা আমিন খান জাকির, সাবেক চেয়ারম্যান এ আর মাহবুবুল হক, নিউক্লার্ক ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির প্রেসিডেন্ট মনির হোসেন, কুইন্স বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক শেখ ফারুকুল ইসলাম, শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটসের প্রেসিডেন্ট ওয়াসিম উদ্দীন ভূঁইয়া, খুলনা সোসাইটির সভাপতি ওয়াহিদ কাজী এলিন, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা জামান তপন, আমিনুল ইসলাম চৌধুরী, জাকির হোসেন মজুমদার, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সব নির্বাচিত সভাপতি বিপ্লব সাহা, ব্রাহ্মণবাড়িয়া সমিতির উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ বাসিত প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন বাসেত ভুইয়া। পরিবেশন করা হয় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত।

প্রধান নির্বাচন কমিশনার শাসুদ্দীন শামীম নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান। নবনির্বাতিক কমিটির সদস্যরা হলেন-সভাপতি মোহাম্মদ ইউনুছ সরকার, সাধারণ সম্পাদক মোহাম্ম এ সিদ্দিক পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক কামাল, সহ-সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর সরকার, সহ-সভাপতি মামুন মিয়াজি, সহ-সভাপতি হাজী মোহাম্মদ ইসমাইল মিয়া, সহ-সভাপতি আবুল খায়ের আখন্দ, সহ-সাধারণ সম্পাদক সোহেল গাজী, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম রিয়াদ, প্রচার সম্পাদক সালাউদ্দিন জাহিদ, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ বাবুল মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক এম ও জি রাসেল ভূঁইয়া, মহিলা সম্পাদিকা ফারহানা আক্তার। কার্যকরি সদস্য মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, কাজী আছাদ উল্যাহ, বাছেদ ভূঁইয়া, মোহাম্মদ আলমগীর হোসেন মোল্লা, আব্দুল মান্নান ভূঁইয়া, এস এম মাবুবুর রহমান, মাহবুব আলম।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ইউনুছ সরকার সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের সবার সহযোগিতায় বৃহত্তর কুমিল্লা সমিতিকে প্রবাসের অনুকরণীয় ও আদর্শ সংগঠনে পরিণত করবো। তিনি বলেন, আমাদের মধ্যে কোনো বিভক্তি বা অনৈক্য নেই। আমরা মিলেমিশে সবাই কুমিল্লা সমিতিকে এগিয়ে নিয়ে যাবো।

সাধারণ সম্পাদব এ সিদ্দিক পাটোয়ারী সবাই ধন্যবাদ জানান অনুষ্ঠানকে সফল এবং সার্থক করার জন্য। তিনি বলেন, এই ঠান্ডার মধ্যেই বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ প্রমাণ করে আমাদের সংগঠনের প্রতি তাদের প্রতিশ্রুতির কথা।

নবনির্বাচিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদককে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দেশের এবং প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। গানে গানে এবং হাসি আনন্দের নেমে আসে বিদায়ের সুর।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)