দেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধ ক্ষেত্রে পরিণতের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান


বিশেষ প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 24-12-2025

দেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধ ক্ষেত্রে পরিণতের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান

বিদেশি শক্তির কাছে বন্দর ইজারা এবং মিয়ানমারে করিডোর প্রদানসহ মার্কিন সাম্রাজ্যবাদের ইন্দো-প্যাসিফিক কৌশলের সাথে বাংলাদেশকে যুক্ত করে দেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধক্ষেত্রে পরিণত করার অপতৎপরতা চালাচ্ছে ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকার। দেশকে সাম্রাজ্যবাদী এই যুদ্ধক্ষেত্রে পরিণত করার বিরুদ্ধে তথা সাম্রাজ্যবাদ, সামন্তবাদ এবং আমলা-দালালপুঁজি উচ্ছেদের লক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করার আহ্বান জানিয়েছে কমরেড আবদুল হক-এর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি। 

কমরেড আবদুল হকের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২২ ডিসেম্বর ২০২৫ সোমবার জাতীয় কমিটির উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে সকাল ৮ টায় মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে প্রয়াতের সমাধীতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষে পুষ্প অর্পণ করা হয়। এ সময় সমাধিস্থলে শোক নিরবতা পালনসহ প্রয়াত কমরেডের অসমাপ্ত লড়াই অগ্রসর করে যেতে শপথ পাঠ করানোর মাধ্যমে শ্রমিক শ্রেণী ও জনগণের প্রতি আহ্বান জানানো হয়। উপস্থিত নেতা-কর্মিদের শপথ পাঠ করান জাতীয় কমিটির যুগ্ম-আহবায়ক এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ’র সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম। সমাধিতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষে পুষ্পার্পণ করেন জাতীয় কমিটির আহবায়ক ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ’র সভাপতি ব্রিগেঃ জেনাঃ (অবঃ) এম. জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি ও বাংলাদেশ স’মিল শ্রমিক ফেডারেশনের সভাপতি খলীলুর রহমান, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান কবির, বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইয়াসিন ও সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডাারেশনের যুগ্ম-সম্পাদক প্রকাশ দত্ত, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি আক্তারুজ্জামান খান ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, গণতান্ত্রিক মহিলা সমিতির সভাপতি জিনাত আরা ও সাধারণ সম্পাদক রহিমা জামাল, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সুলতান ও আব্দুল আওয়াল, জাতীয় ছাত্রদলের সভাপতি তৌফিক হাসান পাপ্পু প্রমুখ। এছাড়াও ঢাকা মহানগর সিএনজি অটোরিক্সা চালক ঐক্য পরিষদের আহ্বায়ক শেখ হানিফ, সদস্য সচিব গোলাপ হোসেন সিদ্দিকী, সাপ্তাহিক সেবা’র পক্ষে জোনায়েদ খান সৌরভ, পাদুকা শ্রমিক সংঘের পক্ষে ইসহাক মিয়াসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ সমাধিতে পুষ্পার্পণ করেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কমরেড আবদুল হক-এর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির উদ্যোগে বিকাল ৪.৩০টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় কমিটির আহ্বায়ক ব্রিগেঃ জেনাঃ (অবঃ) এম. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং জাতীয় কমিটির সদস্য প্রকাশ দত্তের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, সাপ্তাহিক সেবা’র নির্বাহী সম্পাদক এডভোকেট মনসুর হাবীব, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি খলীলুর রহমান, বিশিষ্ট বুদ্ধিজীবি বিডি রহমত উল্লাহ. ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের সভাপতি শ্যামল ভৌমিক, জাতীয় বিপ্লবী ফ্রন্টের সভাপতি শেখ শাহাদত ও বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান কবির প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা বলেন, কমরেড আবদুল হকের ৭৫ বছরের জীবনে পাঁচ দশকের অধিককাল জুড়ে বিপ্লবী রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি ছাত্রাবস্থায় ১৯৪৩ সালে ভারতের কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। ১৯৪৩ সালে ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম কংগ্রেসের পূর্বে পার্টির যশোর জেলা কমিটির সদস্য নির্বাচিত হন। কমরেড আবদুল হক তে-ভাগা আন্দোলনের নেতৃত্ব প্রদান, ১৯৫০ সালে ২৪ এপ্রিল রাজশাহী কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে খাপড়া ওয়ার্ডের ঐতিহাসিক আন্দোলন, ১৯৫৬ সালে সংশোধনবাদী ক্রুশ্চেভ চক্রের বিরুদ্ধে মার্কসবাদ-লেনিনবাদ প্রতিষ্ঠার আন্দোলন, সংশোধনবাদী মাও চিন্তাধারার বিরুদ্ধে আন্দোলন, ১৯৬৯ সালে কৃষিতে ধনবাদ প্রধান সংশোধনবাদী বক্তব্যের বিরুদ্ধে পূর্ববাংলা আধাঔপনিবেশিক-আধাসামন্তবাদী বক্তব্য উপস্থাপন, ১৯৭৫ সালে সামরিক অভ্যুত্থান ঘটলে জিয়াউর রহমানের সরকারকে দেশপ্রেমিক সরকার আখ্যায়িত করার বিরুদ্ধে সংশোধনবাদী সুবিধাবাদী তত্ত্বের বিরুদ্ধে অবস্থান গ্রহণ, ১৯৭৩ সালে জাতিসংঘের অধিবেশনে ত্রিবিশ্ব তত্ত্ব নামে এক সংশোধনবাদী সুবিধাবাদী তত্ত্ব প্রচার হলে এই তত্ত্বকে সংশোধনবাদী সুবিধাবাদী হিসেবে আখ্যায়িত করাসহ মার্কসবাদ-লেনিনবাদকে পার্টির তাত্ত্বিক ভিত্তি হিসেবে গ্রহণ করে বিপ্লবী পার্টি প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)