নিউইয়র্কে যৌন সহিংসতায় বেঁচে থাকা মানুষদের জন্য নতুন আইন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 24-12-2025

নিউইয়র্কে যৌন সহিংসতায় বেঁচে থাকা মানুষদের জন্য নতুন আইন

নিউইয়র্কে যৌন সহিংসতার শিকারদের জন্য প্রমাণ সংরক্ষণের নিরাপত্তা বাড়াতে নতুন আইন প্রণয়ন করা হয়েছে। গভর্নর ক্যাথি হোচুল এ আইন ১৮ ডিসেম্বর অনুমোদন করে। নতুন এ আইনে হাসপাতাল ও পুলিশকে যৌন সহিংসতা সম্পর্কিত প্রমাণ সংগ্রহ ও পরীক্ষার জন্য নির্দিষ্ট সময়সীমা মেনে চলতে বাধ্য করা হয়েছে। আইনের আওতায় হাসপাতালগুলোকে রাজ্যের বিদ্যমান যৌন অপরাধ প্রমাণ কিট ট্র্যাকিং সিস্টেমে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন নিয়ম শিকারদের প্রমাণ ট্র্যাক করার ক্ষমতা নিশ্চিত করবে এবং প্রমাণের নিরাপত্তা ও স্বচ্ছতা বাড়াবে।

নতুন বিধান অনুসারে, পুলিশ বিভাগকে হাসপাতালে থাকা কিট সংগ্রহ করে ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানোর জন্য ১০ দিনের মধ্যে কাজ করতে হবে। হাসপাতাল কর্মীদের অবশ্যই সংগ্রহের তথ্য ইলেকট্রনিক ট্র্যাকিং সিস্টেমে রেকর্ড করতে হবে এবং ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট পুলিশ বিভাগকে জানাতে হবে। এ প্রক্রিয়ার ফলে কিটগুলো ঠিক সময়ে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে এবং প্রমাণ হারানো বা ভুল স্থানে যাওয়ার সম্ভাবনা কমবে। আইনটি ২০২৩ সালের রাজ্যব্যাপী রেপ কিট ট্র্যাকিং সিস্টেমের ওপর ভিত্তি করে গঠিত, যা বেঁচে থাকা মানুষদের কিটের অবস্থান ও অবস্থা অনলাইনে ট্র্যাক করার সুযোগ দেয়। নতুন আইন হাসপাতালের কর্মীদেরও ট্র্যাকিং সিস্টেমে অন্তর্ভুক্ত করেছে, যাতে প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণ আরো স্বচ্ছ এবং নির্ভরযোগ্য হয়। গভর্নর হোচুল এক প্রেস রিলিজে বলেন, যৌন সহিংসতার শিকাররা যারা অপরাধের কথা জানানোর সিদ্ধান্ত নেন, তাদের জানা উচিত যে হাসপাতাল ও আইনপ্রয়োগকারী সংস্থাগুলো একসঙ্গে কাজ করছে যাতে প্রমাণ সময়মতো সংগ্রহ এবং পরীক্ষা করা যায় এবং অপরাধীকে দায়বদ্ধ করা যায়।

এই নতুন আইন নিউইয়র্কে বেঁচে থাকা মানুষকেন্দ্রিক এবং ট্রমা-সচেতন নীতি ও প্রক্রিয়ার উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। যদি বেঁচে থাকা ব্যক্তি কিট মুক্তি দিতে সম্মতি না দেন, তাহলে কিটগুলো রাজ্যের ভিকটিম সার্ভিসেস অফিস পরিচালিত স্থানে ২০ বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে। এটি বেঁচে থাকা ব্যক্তিদের অপরাধ রিপোর্ট করার জন্য সময় দেয়। আইনটি অপরাধ প্রমাণের সংরক্ষণে স্পষ্ট দায়িত্ব আরোপ করছে। প্রমাণ সঠিকভাবে পরীক্ষা না করলে, চিকিৎসক বা পুলিশের ত্রুটির জন্য দায়বদ্ধ ব্যক্তিকে শাস্তির আওতায় আনা হবে। এতে বেঁচে থাকা ব্যক্তিরা আরো আত্মবিশ্বাসীভাবে অপরাধ রিপোর্ট করতে পারবে। নিউইয়র্ক স্টেট সিনেটর অ্যান্ড্রু গৌনার্ডেস নতুন আইনকে প্রশংসা করে বলেন, এটি রাজ্যব্যাপী রেপ কিট ট্র্যাকিং সিস্টেমকে শক্তিশালী করে এবং যৌন সহিংসতার পরীক্ষায় সংগ্রহিত প্রমাণের অখণ্ডতা রক্ষা করার জন্য তত্ত্বাবধানকে আরও দৃঢ় করে।

নতুন আইনে প্রমাণ সংগ্রহে ভুল বা দেরি হলে হাসপাতাল ও পুলিশের কর্মীরা ব্যক্তিগতভাবে দায়ী হবেন। আইনটি রাজ্যব্যাপী সব হাসপাতাল, পুলিশ স্টেশন এবং ফরেনসিক ল্যাবকে বাধ্য করেছে। নতুন প্রক্রিয়ায় কিটের স্বচ্ছতা বাড়াতে প্রত্যেক কিটের জন্য একটি অনন্য ট্র্যাকিং নম্বর থাকবে। এটি প্রথমবার নিউইয়র্কে বেঁচে থাকা মানুষকেন্দ্রিক, সময়মতো প্রমাণ সংরক্ষণ নিশ্চিত করার আইনি বাধ্যবাধকতা।এই আইনের মাধ্যমে নিউইয়র্কে যৌন সহিংসতার শিকারদের জন্য প্রমাণ সংরক্ষণ, প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা আইনপ্রয়োগকারী সংস্থা ও হাসপাতালের সমন্বিত দায়িত্ব নিশ্চিত করছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)