৭ মিলিয়ন ডলার ব্যয়ে কমিউনিটি সেন্টার


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 31-12-2025

৭ মিলিয়ন ডলার ব্যয়ে কমিউনিটি সেন্টার

৫ থেকে ৭ মিলিয়ন ডলার ব্যয়ে কমিউনিটি সেন্টার নির্মাণের ঘোষণা দিয়েছেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির নবনির্বাচিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটির অতিপরিচিত মুখ জাহিদ মিন্টু। সেই সঙ্গে ফিউনারেল হোম প্রতিষ্ঠারও ঘোষণা দেন। গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় ব্রুকলিনের জলসা অডিটোরিয়ামে প্রবাসের অন্যতম আদর্শিক সংগঠন বৃহত্তর নোয়াখালী সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিন পর্বে বিভক্তি এই অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাজমুল হাসান মানিক। অভিষেক অনুষ্ঠানের সদস্য সচিব মাইনুলউদ্দীন মাহবুবের পরিচালনায় মঞ্চে উপবিষ্ট ছিলেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাজী মফিজুর রহমান, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহেল হেলাল, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রব মিয়া, অভিষেক অনুষ্ঠানের আহ্বায়ক আনোয়ারুল আজিম। সদস্য সচিবকে সহযোগিতা করেন সাবেক সাধারণ সম্পাদক ইউছুপ জসীম।

ধর্ম ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মুহাম্মদ মনজুরুল করিমের কোরআন তেলাওয়াত এবং বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন শেষে বক্তব্য রাখেন-ট্রাস্টি বোর্ডের সদস্য খোকন মোশাররফ, রফিকুল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টা পরিষদের সদস্য শাহ আলম, প্রতিষ্ঠাতা সদস্য রেজাউল করিম চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, সংগঠনের সাবেক সভাপতি সালাম উল্যাহ, সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদ, মাওলানা ইব্রাহিম, লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট সোসাইটির সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী, নির্বাচন কমিশনের সদস্য মোস্তাক হোসেন মোশারেফ, অধ্যাপক একেএম ইব্রাহিম চৌধুরী রতন, মোহাম্মদ ফারুক আহমেদ, মোহাম্মদ আব্দুল মান্নান, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক নূরুল আমীন, সাবেক নির্বাচন কমিশনার আবু নাসের, কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. নূর আলম সিদ্দিকী মুন্না, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সবুজ, বৃহত্তর নোয়াখালী সোসাইটির সিনিয়র সহ-সভাপতি তাজু মিয়া, মাসুদুর রহমান, প্রচার সম্পাদক ও প্রকাশিত ভুলুয়া ম্যাগাজিনের সম্পাদক মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ), সাংবাদিক শিবলী চৌধুরী কায়েস, লক্ষ্মীপুরের চেয়ারম্যান মিন্টু চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহেল হেলাল। শপথ বাক্য শেষে অভিষিক্ত কর্মকর্তাদের ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। সেই সঙ্গে সাটির্ফিকেট প্রদান করা হয়। বাংলাদেশ থেকে অভিনন্দন জানিয়েছেন, আগামী নির্বাচনে বৃহত্তর নোয়াখালীর সংসদ সদস্য প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জয়নাল আবেদীন ফারুক ও ফখরুল ইসলাম। তারা বৃহত্তর নোয়াখালী সোসাইটির সকল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে আগামীতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অভিষিক্ত কর্মকর্তারা হলেন-সভাপতি জাহিদ মিন্টু, সিনিয়র সহ-সভাপতি তাজু মিয়া, সহ-সভাপতি এনামুল হক রুমি, সাধারণ সম্পাদক এএসএম মাইনউদ্দিন পিন্টু, সহ-সাধারণ সম্পাদক সালেহ আহমেদ চৌধুরী রুবেল, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ জামাল উদ্দিন, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ মজরুল করিম, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম, দফতর সম্পাদক মোহাম্মদ রেজাউল হক শামীম, কার্যকরি সদস্য আনোয়রুল আজিম, ইকবাল হোসেন, এএসএম মাইনউদ্দিন বাবুল, মাহমুদুল হক, হাসানুজ্জামান বাদল।

নবনির্বাচিত সভাপতি জাহিদ মিন্টু বলেন, আমি আপনাদের মাঝে থাকতে চাই। আশা করি আপনারা অতীতে যেভাবে সহযোগিতা করেছেন, আগামীতেও সেইভাবে সহযোগিতা করবেন। তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন যারা এ সংগঠন প্রতিষ্ঠা করেছেন তাদের। যারা হারিয়ে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। যার মধ্যে রয়েছেন বিএনএস বেলাল, সাবেক উপদেষ্টা আব্দুল খালেক খায়ের, কোষাধ্যক্ষ মহিউদ্দিন। সেই সঙ্গে বিদায়ী কমিটির সদস্যদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্যবদ্ধ থাকা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে এগিয়ে নেয়া। আজকে ভাল লাগছে বৃহত্তর নোয়াখালীর সকল সংগঠনে প্রতিনিধিরা এখানে এসেছেন। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা আমাদের প্রাণপ্রিয় সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরও আমরা প্রতিহত করবো। তিনি বলেন, আমরা ৫ থেকে ৭ মিলিয়ন ডলার ব্যয়ে পরবর্তী প্রজেক্ট কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা করবো। সেই সঙ্গে ফিউনারেল হোম। জ্যামাইকা এবং ব্রুকলিনে এর শাখা করা হবে। তিনি বলেন, আপনারা সবাই সঙ্গে থাকলে এটা করা সম্ভব। আমি নেতা হতে চাই না, আমি আপনাদের খাদেম হতে চাই।

বিদায়ী সভাপতি নাজমুল হাসান মানিক বলেন, আমরা কয়েকজন বৃহত্তর নোয়াখালী সোসাইটির সঙ্গে সম্পৃক্ত হই ২০১১ সাল থেকে। এরই মধ্যে আমরা ব্রুকলিনে দুটো ভবন ক্রয় করেছি, লং আইল্যান্ডে কবর ক্রয় করেছি, আপস্টেটে বাংলাদেশ সেমিট্রি করেছি (বর্তমানে এই প্রজেক্টের কাজ চলছে)। আমি যখন দায়িত্ব নিই তখন এই সংগঠনের ফান্ডে ছিল সাত্র ১০ হাজার ডলার। আজকে আমরা এগুলো প্রজেক্ট করেও ব্যাংকে প্রায় ৪ লাখ ডলার রেখে যাচ্ছি। আগামীতে আমাদের পঞ্চম প্রজেক্ট হচ্ছে কমিউনিটি সেন্টার। আশা করি জাহিদ মিন্টুর পক্ষে এটা সম্ভব। বৃহত্তর নোয়াখালী সোসাইটির প্রতিটি প্রজেক্ট সম্ভব হয়েছে জাহিদ মিন্টুর কারণে। যদিও আমরা তাকে পূর্ণাঙ্গ সমর্থন করেছি।

বিদায়ী সাধারণ সম্পাদক ইউছুপ জসীম বলেন, সকলের সহযোগিতায় আমরা বৃহত্তর নোয়াখালী সোসাইটিকে প্রবাসে আদর্শ সংগঠনে পরিণত করেছি। তিনি বলেন, জীবন সংগ্রামের কারণে আমি বর্তমানে বাফেলোতে শিফট হয়েছি। যেকারণে দায়িত্বে থাকতে পারছি না, তবে আমি সব সময় এই সংগঠনের সঙ্গে ছিলাম এবং আগামীতেও থাকবো।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক এএসএম মাইন উদ্দিন পিন্টু তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমার প্রয়াত বাবাও মানুষের কল্যাণে কাজ করেছেন, আমিও কাজ করতে চাই। তিনি বলেন, আমার ওপর আপনারা যে দায়িত্ব দিয়েছেন, সকলের সম্মিলিত সহযোগিতায় আমি সেই দায়িত্ব পালন করবো। এই সংগঠনের যে খ্যাতি আছে তা আরো বৃদ্ধি করার চেষ্টা করবো।

হাজী মফিজুর রহমান বলেন, এই সংগঠন প্রতিষ্ঠা করা হয় ১৯৯৩ সালে। সেই থেকে আজ পর্যন্ত অনেক চড়াই উৎরাই ফেরিয়ে আজকে এই অবস্থানে এসে পৌঁছেছে। তিনি বলেন, বৃহত্তর নোয়াখালী সোসাইটি এই প্রবাসে যা করেছে তা অন্য কোনো সংগঠন করতে পারিনি। বাংলাদেশ সেমিট্রির কাজ শেষে অন্য প্রজেক্টে করা হবে।

আতাউর রহমান সেলিম নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমরা এই কমিউনিটির উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।

হল ভর্তি অডিটোরিয়ামে সংগঠনের কল্যাণে কাজ করার জন্য বিদায়ী সভাপতি নাজমুল হাসান মানিক, বিদায়ী সাধারণ সম্পাদক ইউছুপ জসীম, উপদেষ্টা শাহ নাসের স্বপন, উপদেষ্টা মাইনুল উদ্দিন মাহবুবকে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ কার্যকরি কমিটির সদস্যদের বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে অভিনন্দন জানান। অভিষেক অনুষ্ঠানে বৃহত্তর নোয়াখালীবাসী ছাড়াও কমিউনিটির সর্বস্তরের গণ্যমান্য এবং প্রতিধিত্বশীল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তা ছাড়া মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। অডিটোরিয়ামে স্থান সংকুলান না হওয়ায় অনেককেই হলের বেইসমেন্টের দ্বিতীয় হলে অবস্থান নিতে হয়। তবে অনেকেই অভিমত ব্যক্ত করে বলেছেন, অনেক দিন পর অসাধারণ একটি অনুষ্ঠানের আয়োজন করেছে নোয়াখালী সোসাইটি।

অভিষেক অনুষ্ঠান উপলক্ষে মাহমুদুল হাসানের সম্পাদনায় ভুলুয়া নামে একটি ম্যাগজিন প্রকাশ করা হয়। অনুষ্ঠানে এই ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে সংগীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব ও কৃষ্ণা তিথি।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)