ব্যক্তিগত জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান। স্ত্রী রোজা আহমেদের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি প্রথমবারের মতো নিশ্চিত করে তিনি জানিয়েছেন, এই সময়টায় নিজেকে সামলাতে একা একা ভ্রমণ ও বই পড়াতেই ডুবে আছেন তিনি। মানসিক ও শারীরিকভাবে ভালো না থাকার কথাও স্বীকার করে তাহসান বলেন, ‘বই-ই এখন আমার সবচেয়ে বড় সঙ্গী।’ এ বিষয়ে তিনি বিস্তারিত কথা বলেছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত পাঠকপ্রিয় দেশ পত্রিকার সঙ্গে। স্বাক্ষাৎকার নিয়েছেন আলমগীর কবির
প্রশ্ন : সম্প্রতি আপনার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক গুঞ্জন চলছে। সত্যটা কী?
তাহসান: গুঞ্জন নয়, সত্যি বলতে আমাদের বিচ্ছেদের বিষয়টি সত্য। বিষয়টি নিয়ে অনেক দিন ধরেই নানা কথা শোনা যাচ্ছিল, তাই আমি মনে করেছি অন্তত সত্যটা পরিষ্কার করা দরকার। তবে এখনই সব বিস্তারিত প্রকাশ করতে চাই না। এটা আমার জীবনের খুব সংবেদনশীল একটি অধ্যায়। সময় হলে, সবকিছু চূড়ান্ত হলে আমি নিজেই বিস্তারিত বলব।
প্রশ্ন : আপনাদের বিচ্ছেদের সিদ্ধান্ত কবে নেওয়া হয়?
তাহসান: আমরা বেশ কিছুদিন ধরেই আলাদা ছিলাম। গত বছরের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া ট্যুরে যাওয়ার আগেই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিই। আসলে তারও কিছু আগে থেকেই আমাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছিল। বাইরে থেকে যেটা দেখা যায়, বাস্তবতা সব সময় সেটা নয়।
প্রশ্ন: তাহলে বিবাহবার্ষিকী উদ্যাপন নিয়ে যে খবরগুলো ছড়িয়েছে?
তাহসান: সেগুলো সত্য নয়। আমরা একসঙ্গে কোনো অ্যানিভার্সারি উদ্যাপন করিনি। অনেক সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি বা পোস্ট দেখে মানুষ ধরে নেয় সম্পর্ক ঠিক আছে, কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন হতে পারে।
প্রশ্ন: এত অল্প সময়ের মধ্যে সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ কী?
তাহসান: এটা এক লাইনে ব্যাখ্যা করা সম্ভব না। বিয়ের পর আমাদের জীবনদর্শন, প্রত্যাশা আর জীবনযাপনের ধরনে কিছু মৌলিক পার্থক্য সামনে আসে। আমি চেয়েছিলাম খুব নিরিবিলি, ব্যক্তিগত একটা জীবন সবকিছুর বাইরে পরিবারকে প্রাধান্য দিতে। সেই জায়গা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম, গান থেকেও দূরে সরে গিয়েছিলাম। কিন্তু প্রত্যেক মানুষের চাওয়াটা এক রকম হয় না। পারস্পরিক সম্মান রেখেই আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
প্রশ্ন: এই সময়টায় আপনি মানসিকভাবে কেমন আছেন?
তাহসান: সত্যি বলতে মানসিকভাবে খুব একটা ভালো নেই। অনেক কিছু একসঙ্গে মানুষের ওপর চাপ হয়ে আসে। সে কারণেই ফোনে কথা বলার শক্তিও পাই না, হোয়াটসঅ্যাপে উত্তর দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেছি। নিজের সঙ্গে নিজের যুদ্ধটা একটু নীরবেই লড়ছি।
প্রশ্ন: শারীরিক অবস্থার কথাও বলেছেন কী সমস্যা?
তাহসান: দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে ভালো নেই, তবে এর কারণ এখনই প্রকাশ্যে বলতে চাই না। কিছু বিষয় ব্যক্তিগত থাকাই ভালো। আপাতত সুস্থ হওয়ার দিকেই মনোযোগ দিচ্ছি।
প্রশ্ন: এখন সময় কীভাবে কাটাচ্ছেন?
তাহসান: এখন একা একা ভ্রমণ করছি। ঘুরছি, নতুন জায়গা দেখছি, আর প্রচুর বই পড়ছি। এই সময়টাতে বই-ই আমার সবচেয়ে বড় সঙ্গী। বই আমাকে ভাবতে শেখাচ্ছে, নিজেকে বুঝতে সাহায্য করছে।
প্রশ্ন: গান ও অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার কারণ কি এই বিচ্ছেদ?
তাহসান: আংশিকভাবে বলা যায়। আমি তখন সংসারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চেয়েছিলাম। তাই বিনোদন জগৎ, সামাজিক যোগাযোগমাধ্যম সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলাম। জীবন আমাকে একটু থামতে বলছিল, আমি থেমেছি।
প্রশ্ন: ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন?
তাহসান: এখনই খুব দূরের কিছু ভাবছি না। আগে নিজেকে ঠিক করতে চাই, মানসিক ও শারীরিকভাবে সুস্থ হতে চাই। সময়ই সবকিছুর উত্তর দেবে।
প্রশ্ন: ভক্তদের উদ্দেশে কিছু বলবেন?
তাহসান: সবার কাছে দোয়া চাই। যেন এই কঠিন সময়টা দ্রুত পার করতে পারি। ভালোবাসা আর দোয়া মানুষকে ভেঙে পড়া থেকে বাঁচায় আমি সেটা গভীরভাবে অনুভব করছি।