যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস (ডিওজে) ফেডারেল রিজার্ভের চেয়ার জেরোম পাওয়েলের বিরুদ্ধে একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে। পাওয়েল জানিয়েছেন, ৯ জানুয়ারি ফেডকে গ্র্যান্ড জুরির সাবপোনা দেওয়া হয়েছে। ১১ জানুয়ারি গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে পাওয়েল বলেন, ২০২৫ সালের জুনে সিনেট ব্যাংকিং কমিটিতে দেওয়া তার সাক্ষ্যের ভিত্তিতে ফৌজদারি অভিযোগের হুমকি দেওয়া হয়েছে। ওই সাক্ষ্যে ফেডের ঐতিহাসিক ভবন সংস্কার প্রকল্পের বিষয়টি আংশিকভাবে উঠে আসে। তবে পাওয়েল স্পষ্ট করে বলেন, এই তদন্ত তার সাক্ষ্য বা ভবন সংস্কার ইস্যুতে নয়। সুদের হার নিয়েও ট্রাম্প দীর্ঘদিন ধরে অসন্তোষ প্রকাশ করে আসছেন। যদিও সেপ্টেম্বর থেকে ফেড সুদের হার ৭৫ বেসিস পয়েন্ট কমিয়েছে, ট্রাম্প ডিসেম্বর ২০২৫-এ দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, নীতিগত সুদের হার ১ শতাংশ বা তারও কম হওয়া উচিত।
বিবৃতিতে বলেন পাওয়েল,আইনের শাসন ও গণতান্ত্রিক জবাবদিহিতার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। কেউই বিশেষ করে ফেডারেল রিজার্ভের চেয়ার, আইনের ঊর্ধ্বে নয়। একই সঙ্গে তিনি দাবি করেন, এ পদক্ষেপকে প্রশাসনের চাপ ও হুমকির বৃহত্তর প্রেক্ষাপটে দেখা উচিত। পাওয়েলের ভাষ্য, এসব অজুহাত। সুদের হার নির্ধারণে ফেড জনস্বার্থে আমাদের সেরা মূল্যায়নের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে। প্রেসিডেন্টের পছন্দ অনুযায়ী নয়, এ কারণেই ফৌজদারি অভিযোগের হুমকি দেওয়া হচ্ছে।
ফেডের সদর দফতর সংস্কার নিয়ে গত গ্রীষ্মে তীব্র সমালোচনা হয়। ওয়াশিংটনের ন্যাশনাল মলে অবস্থিত মারিনার এস একলস বিল্ডিং এবং ১৯৫১ কনস্টিটিউশন অ্যাভিনিউ সংস্কারে অতিরিক্ত ব্যয়ের অভিযোগ তোলেন প্রেসিডেন্ট ও প্রশাসনের কর্মকর্তারা। ২০১৭ সালে প্রকল্পটি অনুমোদনের সময় বাজেট ছিল ১ দশমিক ৯ বিলিয়ন ডলার, যা পরে মুদ্রাস্ফীতি, অ্যাসবেস্টস ও মাটির দূষণ এবং সময়সীমা বাড়ার কারণে বেড়ে ২ দশমিক ৫ বিলিয়ন ডলারে দাঁড়ায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ব্যয় আরো ৬০০ মিলিয়ন ডলার বেড়েছে। জুলাই ২০২৫-এ ট্রাম্প ও পাওয়েল একসঙ্গে নির্মাণস্থল পরিদর্শন করেন, যেখানে ব্যয় নিয়ে তাদের মধ্যে মতভেদ প্রকাশ পায়।
পাওয়েলের মেয়াদ শেষ হবে মে মাসে। তার উত্তরসূরি বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, প্রেসিডেন্ট চলতি মাসেই সিদ্ধান্ত নিতে পারেন। পূর্বাভাসমূলক বাজারে সাবেক ফেড গভর্নর কেভিন ওয়ার্শ ৪৪ শতাংশ সম্ভাবনায় এগিয়ে রয়েছেন, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক কেভিন হাসেটকে পেছনে ফেলেছেন। এদিকে সুপ্রিম কোর্ট ২১ জানুয়ারি ফেড গভর্নর লিসা কুক সংক্রান্ত একটি মামলায় শুনানি হবে। প্রেসিডেন্টের বোর্ড অব গভর্নরসের কোনো সদস্যকে কারণ ছাড়াই বরখাস্ত করার ক্ষমতা আছে কি না, তা নির্ধারণে সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। গত গ্রীষ্মে কুকের বিরুদ্ধে মর্টগেজ জালিয়াতির অভিযোগ তুলে তাকে বরখাস্তের চেষ্টা করা হলে আদালত সাময়িকভাবে তা স্থগিত করে। এ ঘোষণার পর মার্কিন শেয়ারবাজারের পতন দেখা যায়। প্রধান সূচকগুলো নিম্নমুখী হয়, ডলার সূচক শূন্য দশমিক ২ শতাংশের বেশি কমে আর ট্রেজারি বন্ডের ফলন মিশ্র প্রতিক্রিয়া দেখায়।