আন্তর্জাতিক সেবামূলক সংস্থা লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের নিউইয়র্ক ডিস্ট্রিক্ট ২০-আর ২-এর অন্তর্ভুক্ত প্রথম নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের অভিষেক ও চার্টার নাইট ২০২৬ অনুষ্ঠিত হয়।
আহ্বায়ক আহসান হাবীব, মেম্বার সেক্রেটারি লায়ন অনিক রাজ ও সোনিয়া সিরাজের সঞ্চালনায় গত ১০ জানুয়ারি সন্ধ্যায় অভিজাত নিউইয়র্ক লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলের গ্র্যান্ড বলরুমে অত্যন্ত জাঁকজমকপূর্ণ এ আয়োজনে নিউইয়র্ক ডিস্ট্রিক্ট ২০-আর ২ এবং ডিস্ট্রিক্ট কে-২ ও বিভিন্ন ক্লাবের লায়ন্স নেতৃবৃন্দের উপস্থিতিতে পর্দা উঠে এই ক্লাবের। বাংলাদেশ সোসাইটি ইনক, নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব, বাংলাদেশ মার্চেন্ট অ্যাসোসিয়েশন, জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশন, ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ কমিউনিটির ব্যবসায়ী, সাংবাদিক নেতৃবৃন্দ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। লায়ন্স ক্লাবের ইতিহাসে সর্বপ্রথম এ সাইবার ও ভার্চুয়াল বিজনেস ক্লাবটির স্বপ্নদ্রষ্টা ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট ২০-আর ২-এর সেকেন্ড ভাইস গভর্নর লায়ন শাহ নেওয়াজ, এমজেএফ। ইতিমধ্যে যিনি নিজেই তার অসামান্য ব্যবসায়িক সাফল্যের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি পদকে ভূষিত হয়েছেন। উপস্থিত ছিলেন কো ফাউন্ডার নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাব ও ভাইস প্রেসিডেন্ট গোল্ডেন এইজ হোম কেয়ার লায়ন আমেনা নেওয়াজ। শাহ নেওয়াজ তার স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব তুলে দিলেন তারই পুত্র লায়ন সাদমান নেওয়াজের ওপর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৮-এর এসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩০-এর এসেম্বলিম্যান স্টিভেন রাগা, নিউইয়র্ক স্টেট ডিস্ট্রিক্ট ১৬-এর স্টেট সিনেটর জন সি লু।
সাইবার বিজনেস ক্লাবটির নেতেত্বে আছেন উদীয়মান তরুণ ব্যবসায়ী ও শাহ নেওয়াজ গ্রুপের পরিচালনা পরিষদের সদস্য শাহ নেওয়াজ পুত্র লায়ন সাদমান নেওয়াজ, সেক্রেটারি হিসেবে আছেন ফোবানা স্টিয়ারিং কমিটি ও বাংলাদেশ সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ লায়ন নিশান রহিম। স্মরণীয় এই অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের ফাস্ট ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট লায়ন ডগলাস আলেক্সান্ডার। যিনি অভিষেক অনুষ্ঠানের অভিষিক্ত সদস্যদের শপথ বাক্য পাঠ করান ওচার্টার সার্টিফিকেট প্রদান করেন। তিনি তার বক্তব্যে নতুন সদস্যদের স্বাগত জানান এবং লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল, মাল্টিপল ডিস্ট্রিক্ট ২০, ডিস্ট্রিক্ট ২০ জ-০২ এবং সাইবারক্লা’র কনস্টিটিউশন ও বাই লস-এর প্রতি অনুগত থেকে নিজেকে সেবা মূলক কাজে ব্রত থাকার পরামর্শ দেন।
অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট আর-২ ডিগনিটারিজের মধ্যে উল্লেখযোগ্য উপস্থিতির মধ্যে ছিলেন ফার্স্ট ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন নানা স্মিথ, কেবিনেট ট্রেজারার লায়ন কাজী হোসেন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর লায়ন গাব্রিয়েলা রেমিগো, ডিস্ট্রিক্ট জিএলটি কো-অর্ডিনেটর ও ফিন্যান্স চেয়ার লায়নমারি মরিমতো, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নরস দেড় মধ্যে গিলের্মো পেরেজ, লোরেটা উ. মারিয়া সিয়েরা, মেধাদী সি, আমাদো সি. গুস্তাভো সানচেজ, ওসি নারী তাকিটা জোন ৫ চেয়ার, মুহাম্মদ সায়ীদ রিজিওন-৪ চেয়ার, ফেমড রকি, জোন ৬ চেয়ার, জোয়ান অস্কার ব্রিজুয়েলা জোন ২ চেয়ার, লায়ন লুইসক্যাম্পবেল সেক্রেটারি এন সুলিভান হোয়াইট প্লেইন্স লায়ন্স ক্লাব, আনা মারসিদেজ রদ্রিগুয়েজ, প্রেসিডেন্ট হাইব্রিজলায়ন্স ক্লাব, বেরোন আভেনেজ প্রেসিডেন্ট নিউ ইয়র্কফিল-এম লায়ন্স ক্লাব, ডগলাস ক্যালডেরন প্রেসিডেন্ট নিউইয়র্ক ওয়াশিংটন হোয়াইটস ইনউড লায়ন্স ক্লাব, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সিড বউমগার্টেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ও প্রেসিডেন্ট ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট লায়ন্স ক্লাব, লায়ন মারিয়া সানচেজ ডিস্ট্রিক্ট লিও লায়ন চেয়ার, লায়ন নরমা সানচেজ, লায়ন লিনা কোহেন সেক্রেটারি, লায়ন কারমেন ডিয়াজ ট্রেজারার নিউইয়র্ক ইম্পাক্টও লায়ন্স ক্লাব, লায়ন আলেক্সান্দ্রা ফ্রাঙ্কো পাস্ট প্রেসিডেন্ট নিউইয়র্ক ইম্পাক্টও লায়ন্স ক্লাব, লায়ন জিমি এস চু সেক্রেটারি ইয়ংকের্সলায়ন্স ক্লাব, লায়ন মইরা কুকড়ো প্রেসিডেন্ট ফেলিসিদাদেলেগাসি ব্রাঞ্চ লায়ন্স ক্লাব, ডিস্ট্রিক্ট হাঙ্গার চেয়ার, ডিস্ট্রিক্ট কে-২-এর পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর অজি টোরেস ওলায়ন মেলিসা টোরেজ। জেবিবিএর সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান। নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক লায়ন মশিউর রহমান ও কোষাধ্যক্ষ লায়ন মাসুদ রানা তপন, ভাইস প্রেসিডেন্ট লায়ন রুহুল আমিন, ডিরেক্টর লায়ন হাসান জিলানী।
বাংলাদেশ সোসাইটি ইনকের সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সভাপতি মহিউদ্দিন দেওয়ান, কার্যকরি সদস্য জাহাঙ্গীর সোহরাওর্দী এবং ট্রাস্টি বোর্ডের সদস্য মো. ফখরুল ইসলাম দেলোয়ার, বাংলাদেশ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. লুৎফুল করিম, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, মোহাম্মদ ফরহাদ ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার, শাহ জে গ্রুপের চেয়ারম্যান শাহ জে চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ফৌজিয়া জে চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের ট্রেজারার মো. মঈনুজ্জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন ফাউন্ডার নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাব ও ডিস্ট্রিক্ট ২০-আর ২-এর সেকেন্ড ভাইস গভর্নর লায়ন শাহ নেওয়াজ। যিনি তার বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের তাৎপর্য তুলে ধরেন। সেই এই সংগঠনের আদর্শ এবং উদ্দেশ্য তুলে ধরেন। তিনি বলেন, আমরা সবাই ঐক্যবব্ধভাবে থাকতে চাই এবং আমাদের কমিউনিটিকে এড়িয়ে নিতে চাই।
অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন ডিস্ট্রিক্ট ২০-আর ২-এর কেবিনেট সেক্রেটারি লায়ন আহসান হাবিব, মেম্বার সেক্রেটারি লায়ন অনিক রাজ, কো-কনভেনার ও মার্কেটিং ডিরেক্টর লায়ন বদরুদ্দোজা সাগর, চিফ কো-অর্ডিনেটর ওরিয়েল এস্টেট ইনভেস্টর ও সিই ও আম্পায়ার কেয়ার এজেন্সি লায়ন নুরুল আজিম।
আহসান হাবিব বলেন, এই সংগঠনের স্বপ্নদ্রষ্টা ছিলেন আমাদের সবার প্রিয় শাহ নেওয়াজ। তার স্বপ্ন বাস্তবায়নে আমরা সবাই এগিয়ে এসেছি। আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো।
মেম্বার সেক্রেটারি লায়ন অনিক রাজ সবাই ধন্যবাদ জানান খারাপ আবহাওয়ার মধ্যে অনুষ্ঠানকে সফল এবং সার্থক করার জন্য। তিনি বলেন, এ সংগঠনের স্বপ্নদ্রষ্টা হচ্ছে আমাদের প্রিয় শাহ নেওয়াজ। আজকে তা বাস্তব হতে যাচ্ছে। আমরা ঐক্যবদ্ধ থাকলে অনেক কিছুই করতে পারবো। তিনি সংগঠনের উদ্দেশ্য তুলে ধরেন।
নবনির্বাচিত প্রেসিডেন্ট সাদমান নেওয়াজ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, সবাই সঙ্গে নিয়ে আমি এ সংগঠনকে প্রবাসের আদর্শ সংগঠনে পরিণত করবো। এই সংগঠনকে এগিয়ে নিতে আমি আপনাদের সহযোগিতা চাই। আমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের পক্ষে আসাধ্যকেও সাধন করা সম্ভব। অনুষ্ঠানে সম্মাননা, প্রক্লামেশন ও সিআইপি পদকের জন্য কেক কেটে আনন্দ উদযাপন করা হয়।
এই সংগঠনের কার্যকরি কমিটির সদস্যরা হলেন-প্রেসিডেন্ট লায়ন সাদমান নেওয়াজ, সেক্রেটারি লায়ন রহিম নিশান, কোষাধ্যক্ষ লায়ন সৈয়দ এফ রাব্বি, মেম্বার চেয়ার লায়ন সাদিয়া নেওয়াজ, লিয়ন টেমার অনিকা আর তাশনিম, টিল টুইস্টার লায়ন সৈয়দ আহমেদ, চাটার মেম্বার লায়ন শামসুন নাহার নিম্মি, লায়ন অ্যামারবিন আহমেদ, লায়ন মেরাজুল এম হক, লায়ন রোজিনা আক্তার, লায়ন তোফায়েল আহমেদ, লায়ন মোহাম্মদ এম রহমান, লায়ন আনজাম সিদ্দিকী, লায়ন মোহাম্মদ সফি, লায়ন নিপা সিদ্দিকী, লায়ন কাজী আশিকুর হোসেন। ডিরেক্টর লায়ন অনিক রাজ, লায়ন জে আলম নমি, লায়ন বদরুদ্দৌজা সাগর, লায়ন ফখরুল ইসলাম দেলোয়ার, লায়ন শাহাবুদ্দিন সাগর, লায়ন মোহাম্মদ জাহিদ আলম, লায়ন আতিকুর সজন, লায়ন আহসান হাবিব ও লায়ন ওয়াকিল পাটোয়ারি। উপদেষ্টা-লায়ন আহসান হাবিব, লায়ন আতাউর রহমান সেলিম, লায়ন নূরুল আজিজ, লায়ন মোহাম্মদ আলী, লায়ন হারুণ ভূঁইয়া, লায়ন কামরুজ্জামান কামরুল ও লায়ন মহিউদ্দিন দেওয়ান।
সংগীত পরিবেশনায় ছিলেন নর্থ আমেরিকার তিন জনপ্রিয় শিল্পী রানো নেওয়াজ, অঙ্কন লাসমিন ও অনিক রাজ।
নৈশভোজের মাধ্যমে জমকালো অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি হয়।