আমাদের কমিটিই বৈধ, যারা ভুল বুঝেছেন আশা করি তারা অতীতের মতো ফিরে আসবেন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 14-01-2026

আমাদের কমিটিই বৈধ, যারা ভুল বুঝেছেন আশা করি তারা অতীতের মতো ফিরে আসবেন

প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন রূপসী চাঁদপুর ফাউন্ডেশন। নির্বাচনকে কেন্দ্র করে এই সংগঠন বিভক্ত হয়ে পড়েছে। একপক্ষ ব্যবহার করছে রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক। আরেক পক্ষে ব্যবহার করছে রূপসী চাঁদপুর ফাউন্ডেশন ইউএসএ ইনক। গঠিত নির্বাচন কমিশনের বিতর্কিত সিদ্ধান্তের কারণেই আজকে এই সংগঠন দুইভাগে বিভক্ত। গত ১২ জানুয়ারি সন্ধ্যায় জ্যাকসন হাইটনের সানাই রেস্টুরেন্টের অডিটোরিয়ামে রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনকের কার্যকরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। বিদায়ী সভাপতি ফখরুল ইসলাম মাছুম ও বিদায়ী সাধারণ সম্পাদক নূরে আলম মনিরের পরিচালনয় এবং নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে কার্যকরি কমিটির প্রথম সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও মূলধারার রাজনীতিবিদ আকতার হোসেন বাদল। মঞ্চে উপবিষ্ট ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, উপদেষ্টা ও সাবেক সভাপতি আমিন খান জাকির, সপ্তাহিক পরিচয় সম্পাদক ও উপদেষ্টা নাজমুল আহসান, সিনিয়র সহ-সভাপতি আকতার হামিদ, সহ-সভাপতি মোহাম্মদ কবির, সহ-সভাপতি মোবারক হোসাইন, নব নির্বাচিত সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সোহেল প্রমুখ।

আকতার হোসেন বাদল সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ফখরুল ইসলাম মাছুম এবং নূরে আলম মনিরের নেতৃত্বাধীন কমিটি সঠিক এবং গঠনতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমি গত ৪০ বছর ধরে এ সংগঠনের কর্মকাণ্ড দেখছি। আমি এই সংগঠনকে ভালোবাসি। ভালোবাসি বলেই বারবার এ সংগঠনের পাশে দাঁড়িয়েছি। কিন্তু অতীতে অনেকেই যারা নেতৃত্বে ছিলেন তারা আমি এবং আমার পরিবারকে নিয়ে আসম্মানমূলক কথাবার্তা বলেছেন। কিন্তু যখন আমার কাছে সাহায্যের জন্য গিয়েছেন আমি তাদের সাহায্য করেছি। আমি বর্তমান কমিটির কাছে প্রত্যাশা করি কাউকে অসম্মান করবেন না। যার যতটুকু প্রাপ্য তাকে সেই প্রাপ্যটুকু দেবেন। মনে রাখছেন আল্লাহ পাক মানুষকে সম্মান দিয়ে থাকেন। তিনি বলেন, আমিও চাঁদপুরের বৃত্তি প্রকল্পে সাহায্য করেছি, কিন্তু কোনো হিসাব পাইনি। তিনি বলেন, বর্তমান কমিটিরও অনেকে সমালোচনা করেছেন, টেনে এনেছেন রাজনীতি। আমি পাল্টা প্রশ্ন করেছি-গত ৮ বছর তারা যখন দায়িত্বে ছিল তখন প্রশ্ন করেননি কেন? তিনি বলেন, নবনির্বাচিত কমিটিই বৈধ কমিটি। আমি সব সময় আপনাদের পাশে আছি এবং থাকবো।

আমিন খান জাকির বলেন, নির্বাচন কমিশনের কাজ ছিল নির্বাচন করা, কমিটি করা নয়। মাহবুব-সেহেলের নেতৃত্বাধীন কমিটিই বৈধ কমিটি। তারা ন্যায়ূ এবং সত্যের পথে রয়েছে। অন্যরা ক্যু করার চেষ্টা করেছে।

ফখরুল ইসলাম মাছুম বলেন, ২০০৯ সাল থেকে আমি এই সংগঠনের সঙ্গে জড়িত। হারুণ ভূইয়া এবং বাবুল চৌধুরী আমাকে কমিশনারের দায়িত্ব দিয়েছিলেন। সেই থেকে আজ পর্যন্ত আমি রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সঙ্গে আমি। এ সংগঠনের সদস্য ছিলাম, সহ-সাধারণ সম্পাদক ছিলাম, দুই টার্ম সাধারণ সম্পাদক ছিলাম, দুই টার্ম সাভাপতি ছিলাম। আমরা নির্বাচনের পূর্বে তিন সদস্যের নির্বাচন কমিশন করি। সভাপতি পদে ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী ছিলেন। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার তার ইচ্ছামতো বাইরে থেকে একজন হায়ার করে এনে সভাপতি ঘোষণা করেন। অন্য সভাপতি প্রার্থীরা তার প্রতিবাদ করেন কিন্তু প্রধান নির্বাচন কমিশন তা শোনেননি। অচলাবস্থার সৃষ্টি হলেও তিনি নির্বাচন না করে তার সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার চেষ্টা করেন। দুই মিটিং এ তিনি তাই করেন। এক পর্যায়ে নিজের ইচ্ছামতো ২৮ সদস্যের কমিটি ঘোষণা করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে দেন। তিনি সম্পূর্ণভাবে আমাদের উপেক্ষা করেন এবং আমাদের অনেককেই সেই কমিটিতে রাখা হয়নি। তিনি আরো বলেন, আমরা যে কমিটি করেছি সেই কমিটিতে বিদায়ী কমিটির ৩০ জন সদস্য রয়েছেন। তিনি আরো বলেন, আমাদের সংগঠন হচ্ছে বৈধ সংগঠন। আমাদের সংগঠনই পুরানো সংগঠন, তাদের সংগঠন নতুন সংগঠন।

নূরে আলম মনির বলেন, গত কমিটি করার সময়ও ঐ গ্রুপটি বিভক্তি সৃষ্টি করতে চেয়েছিল। বিভক্তি করেও ছিল কিন্তু পরে ভুল বুঝে তারা ফিরে আসে। এবারো সেই গ্রুপটি ষড়যন্ত্র করে মানুষকে ভুল বুঝিয়ে বিভক্তি রেখা টেনে দিলো। আমি সভাপতি প্রার্থী ছিলাম, নির্বাচন কমিশনের কেউ আমাকে ফোন পর্যন্ত করেনি।

মাহবুবুর রহমান বলেন, আমরা সবাইকে সম্মান করি। তার অর্থ এই নয় যে আমাদের উপর কমিটি চাপিয়ে দেয়া হবে। আমি ২০ বছর ধরে এই সংগঠনের সঙ্গে আছি। আমরা দেখছি নির্বাচনের সময় একটি অশুভ শক্তি উদয় হয়, সেই কমিটিই আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে। তিনি বলেন, যারা ভুল বুঝে চলে গিয়েছে, আশা করি তারা তাদের ভুল বুঝতে পারবেন, আমরা তাদের গ্রহণ করে নিবো।

হাসান মাহমুদ সোহেল নির্বাচনে অনিয়মের কথা তুলে ধরে বলেন, অন্যায়ের কারণে আমি পদত্যাগ করেছি। যিনি সভাপতি প্রার্থী ছিলেন না, তাকে কেন সভাপতি করা হলো। আমি একজন যোগ্য সভাপতি চেয়েছিলাম। কিন্তু সেটা পাইনি, তাই পদত্যাগ করেছি।

নাজমুল আহসানসহ কয়েকজন বক্তা একটি অ্যাডহক কমিটি করে সদস্য করে নির্বাচনের মাধ্যমে কমিটি করার পরামর্শ দেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রধান অতিথি আকতার হোসেন বাদল নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে অভিনন্দন জানান। এ সময় নব নির্বাচিত কমিটির অন্যান্য সদস্য ও অতিথিরা উপস্থিত ছিলেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)