যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেটে গভর্নর গ্রেগ অ্যাবটের নেতৃত্বে রিপাবলিকান পার্টি যখন শরিয়া আইনবিরোধী অবস্থান আরো কঠোর করছে, তখন দলটির ভেতরেই নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন অনেক মুসলিম রিপাবলিকান ভোটার ও নেতারা। বিশ্লেষকদের মতে, এই কৌশল একদিকে ডানপন্থী খ্রিস্টান ভোটারদের সন্তুষ্ট করলেও অন্যদিকে একটি সম্ভাবনাময় রক্ষণশীল মুসলিম ভোটব্যাংককে দূরে সরিয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করছে। গত কয়েক মাস ধরে গভর্নর অ্যাবট উত্তর টেক্সাসে একটি পরিকল্পিত মুসলিম আবাসন প্রকল্প বন্ধের উদ্যোগ নিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মুসলিম নাগরিক অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসকে (কেয়ার) সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। গত বুধবার তিনি ভবিষ্যদ্বাণী করেন, রিপাবলিকান প্রাইমারির ব্যালটে ভোটাররা টেক্সাসে সম্পূর্ণভাবে শরিয়া আইন নিষিদ্ধের পক্ষে রায় দেবেন।
রক্ষণশীল রেডিও উপস্থাপক গ্লেন বেকের অনুষ্ঠানে অ্যাবট বলেন, টেক্সাসে ইতোমধ্যেই শরিয়া আইনের বিরুদ্ধে দেশের সবচেয়ে শক্ত অবস্থান রয়েছে। আমরা এটিকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব এবং নিশ্চিত করব, টেক্সাসে শরিয়া আইনের কোনো উপস্থিতি থাকবে না। এই বক্তব্য রিপাবলিকান ভোটারদের একটি বড় অংশের মধ্যে সমর্থন পেলেও মুসলিম রিপাবলিকানদের মধ্যে অশ্বস্তি বাড়িয়েছে। রিচমন্ডের রিপাবলিকান ভোটার নাফিস আসগার বলেন, তার মুসলিম বিশ্বাসই তাকে রক্ষণশীল করেছে। সমকামী বিয়ে, লিঙ্গ পরিবর্তন ও গর্ভপাতবিরোধী অবস্থানে মুসলিম ও রিপাবলিকানদের মিল রয়েছে উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, যদি এসব বিশ্বাসকে শরিয়া আইন বলা হয়, তাহলে কি রিপাবলিকানরাও শরিয়া আইনে বিশ্বাস করে? আসগার জানান, তিনি আজীবন রিপাবলিকান হলেও আসন্ন প্রাইমারিতে অ্যাবট ছাড়া যাকে পাওয়া যায় তাকেই ভোট দেবেন।
একই ধরনের হতাশার কথা বলেন মো নেহাদ। ফোর্ট বেন্ড কাউন্টির শেরিফ পদের রিপাবলিকান প্রাইমারিতে হেরে যাওয়ার পর তিনি ভাবতে শুরু করেন, খ্রিস্টান-প্রধান এই দলে মুসলিমদের জন্য আদৌ কতটা জায়গা আছে। তিনি বলেন, আমি এক ঈশ্বরে বিশ্বাস করি, যিশুকে নবী হিসেবে মানি এটাই আমাকে বুঝিয়ে দেয়, দলের ভেতরে এমন মানুষ আছে যারা চায় না আমার মতো কেউ জিতুক। গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের প্রতি অ্যাবটের দৃঢ় সমর্থনও মুসলিম রিপাবলিকানদের একটি অংশকে ক্ষুব্ধ করেছে। নেহাদের প্রশ্ন, ইসরায়েল নিয়ে আমি কী ভাবি, সেটা কেন এত গুরুত্বপূর্ণ? আমাদের তো আমেরিকার ভেতরের সমস্যাগুলো নিয়ে চিন্তা করা উচিত। অ্যাবটের প্রচারণা শিবির অবশ্য এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তার পুনর্র্নির্বাচনী প্রচারণার মুখপাত্র এদুয়ার্দো লিয়াল বলেন, গভর্নর অ্যাবট সন্ত্রাসবাদ প্রতিরোধ ও আইনের শাসন রক্ষায় অটল।
দীর্ঘদিন ধরে মুসলিম আমেরিকানরা মূলত ডেমোক্র্যাটদের ভোট দিয়ে এলেও পিউ রিসার্চ সেন্টারের জরিপ অনুযায়ী ২০২৪ সালের মধ্যে সেই ব্যবধান কমেছে। পরিবার, যৌনতা ও লিঙ্গ পরিচয় সংক্রান্ত ইস্যুতে রিপাবলিকানদের প্রতি মুসলিমদের সমর্থন বেড়েছে। তবু রিপাবলিকান দলে শরিয়া আইনবিরোধী অবস্থান আরো তীব্র হচ্ছে। কংগ্রেসম্যান চিপ রয়ের নো শরিয়া অ্যাক্ট-এর সহপ্রস্তাবক হয়েছেন টেক্সাসের রিপাবলিকান নেতা ট্রয় নেহলস। আইনটি শরিয়া আইনে বিশ্বাসী অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়ার প্রস্তাব দেয়। রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল প্রার্থীরাও শরিয়া আইনকে সংগঠিত অপরাধ হিসেবে বর্ণনা করছেন।
টেক্সাস পলিটিক্স প্রজেক্টের জরিপ অনুযায়ী, প্রায় ৭০ শতাংশ টেক্সাস রিপাবলিকান ২০১৭ সালে ট্রাম্পের মুসলিম ভ্রমণ নিষেধাজ্ঞাকে সমর্থন করেছিলেন। একই জরিপে দেখা গেছে, মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য নিয়ে রিপাবলিকানদের উদ্বেগ তুলনামূলকভাবে কম।তবে সবাই হতাশ নন। সাইয়েদ আলী বলেন, তিনি রিপাবলিকান হিসেবেই থাকতে চান। ফোর্ট বেন্ড কাউন্টির কনস্টেবল আলি শেখানি জানান, মুসলিম হওয়ার কারণে তিনি কখনো নিজেকে দলে বহিরাগত মনে করেননি।
উল্লেখযোগ্যভাবে, গভর্নর অ্যাবটের অন্যতম বড় দাতা টেক্সাসের মুসলিম ব্যবসায়ী এস জাভাইদ আনোয়ার। তিনি মুসলিম আমেরিকান হেরিটেজ সেলিব্রেশনের সম্মানসূচক কাউন্সিলে রয়েছেন এবং রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বোর্ডে মুসলিমদের নিয়োগ দিয়েছেন অ্যাবট। ২০২৪ সালের রমজান উপলক্ষে এক ভিডিও বার্তায় গভর্নর অ্যাবট বলেছিলেন, টেক্সাসের শক্তি এর বৈচিত্র্যে। আমরা শান্তি ও সম্প্রীতির গুরুত্ব উদযাপন করি।তবু রাজনৈতিক বাস্তবতায় শরিয়া আইন ইস্যুতে রিপাবলিকান দলের কৌশল মুসলিম ভোটারদের একটি বড় অংশকে দ্বিধায় ফেলেছে যে দলটি আদৌ তাদের ঘর কিনা, সে প্রশ্ন এখন আরো জোরালো।