ফ্লোরিডায় এসএসসি ৯১ ব্যাচের বনভোজন


ফ্লোরিডা প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 21-01-2026

ফ্লোরিডায় এসএসসি ৯১ ব্যাচের বনভোজন

 যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে গত রোববার ‘এসএসসি-৯১ ব্যাচ’-এর বার্ষিক বনভোজন ওয়েস্ট পাম বিচের ডায়ার পার্কে অনুষ্ঠিত হয়েছে। বনভোজনে আনন্দ, আড্ডা, গান এবং খেলাধুলার মধ্য দিয়ে পুরোনো বন্ধু ও তাদের পরিবার-পরিজন একত্রিত হয়েছিল, যা স্মৃতিচারণ এবং নতুন গল্প ভাগাভাগি করার এক মিলনমেলায় পরিণত হয়েছিল।

ওইদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বনভোজনের বিভিন্ন আয়োজনে আবৃত্তি পরিবেশন করে রণিত ও সংগীত পরিবেশন করে সবাইকে আনন্দ দেন সংগীতশিল্পী সোহাগ উদ্দিন। সকালের নাশতায় ও মধ্যাহ্নভোজে বিভিন্ন ধরনের উপাদেয় খাবার দাবার পরিবেশন করা হয়।

বনভোজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দিল, লীনা, শিউলি, ফাহিমা, আসাদ, অসীম, আলম, সোহাগ, নূর, রিপন, জাকির, রকিব, রাসেল প্রমুখ ।

আয়োজকরা জানান, বনভোজন আয়োজনের উদ্দেশ্য ছিল পুরোনো বন্ধুদের পুনরায় একত্রিত করা, পারিবারিক বন্ধন দৃঢ় করা, স্মৃতিচারণ করা এবং নতুন জীবনের গল্প ভাগাভাগি করা। বনভোজন শেষে আগামী বছর আবার মিলনের প্রত্যাশায় সবাই একরাশ সুখ স্মৃতি নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে যান।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)