স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে- জাহাঙ্গীর


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 29-01-2026

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে- জাহাঙ্গীর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন বলেছেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। ধানের শীষে ভোট দেবেন। দেশে গণতন্ত্র এবং আপনাদের ভোটাধিকার টেকসই করতেই আগামী ১২ ফেব্রুয়ারি সবাই ভোটকেন্দ্রে যাবেন।


বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর খিলক্ষেত থানার ৪৩ নম্বর ওয়ার্ড ডুমনী পাতিরা এলাকা থেকে অষ্টম দিনে নির্বাচনের প্রচারণা ও গণসংযোগ শুরুর আগে পথসভায় তিনি এসব কথা বলেন।



এসএম জাহাঙ্গীর বলেন, পলাতক হাসিনার নির্বাচনগুলোতে আপনারা ভোট দিতে পারেন নাই। ১৪ সালের নির্বাচনে ১৫৪ আসনে বিনা ভোটে এমপি বানিয়েছে। ১৮ সালে আগের রাতে ব্যালটে সিল মেরে ক্ষমতায় বসেছে। ২৪ সালের নির্বাচনে নিজেদের লোক দিয়ে ডামি প্রার্থী সাজিয়ে ক্ষমতা দখলে রেখেছে।


তিনি আরও বলেন, আপনাদের ভোটাধিকার নিশ্চিত করতেই বিগত ১৭ বছর ধরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম করেছি। বর্তমানে একটি মহল ষড়যন্ত্র করছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। আপনারা সর্তক থাকলে কোনও ষড়যন্ত্রই কাজে আসবে না।


খিলক্ষেত থানা বিএনপি আহ্বায়ক ফজলুল হকের সভাপতিত্বে প্রচারণা ও গণসংযোগে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, সেচ্ছাসেবক দল উত্তরের সহ-সভাপতি মোস্তফা কামাল হৃদয়, খিলক্ষেত থানা বিএনপির সোহরাব খান স্বপন, জহির উদ্দিন বাবু, সেচ্ছাসেবক দলের আসাদুজ্জামান জিসান, তুষার আহমেদ, ইসমাইল হোসেন, উত্তরখান থানা বিএনপির রফিকুল ইসলাম, উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক মো. শাহ আলম, উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেসবাহ উদ্দিন খোকন, মো. আলাউদ্দিন, আলমগীর হোসেন শিশির, মোস্তফা সরকার প্রমুখ। 


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)