বাফেলোতে আশা হোম কেয়ার ও এডাল্ট কেয়ারের অফিস উদ্বোধন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 04-08-2022

বাফেলোতে আশা হোম কেয়ার ও  এডাল্ট কেয়ারের অফিস উদ্বোধন

নিউইয়র্কের জনপ্রিয় হোম কেয়ার এবং আশা সোস্যাল এডাল্ট ডে কেয়ার এবার বাংলাদেশী অধ্যুষিত বাফেলোতে। আশা হোম কেয়ার দীর্ঘদিন ধরেই সুনামের সাথে জ্যাকসন হাইটস ও জ্যামাইকায় পরিচালিত হচ্ছে। যে আশা নিয়ে মানুষ আশা হোম কেয়ারের আসছেন মানুষের সেই পূরণ করছে আশা হোম কেয়ার। আশা কোম কেয়ারের সুনাম এখন সর্বত্র।

সেই আশা হোম কেয়ার এবং আশা সোস্যাল এডাল্ট ডে কেয়ারের অফিস উদ্বোধন করা হয় গত ২৯ জুলাই। বাদ জুমা ফিতা কেটে নতুন অফিস উদ্বোধন করেন বফেলো মেয়র অফিসের কর্মকর্তা সান্টিল থামসন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মেয়র অফিসের কর্মকর্তা শাহী চৌধুরী, আশা হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান, আশা হোম কেয়ার ও আশা সোস্যাল ডে কেয়ারের চেয়ারম্যান এশা রহমান, আশা হোম কেয়ারের বাফেলো শাখার ডিরেক্টর এবাদ চৌধুরী, ডিরেক্টর আব্দুল এম চৌধুরী, সালেহ আহমেদ, তাহমিদ মাসুম, ফারাহ সুমি, সাইফুল চৌধুরী, রিয়াদ উদ্দিন। এ ছাড়াও উপস্থিত ছিলেন কম্যুনিটির বিশিষ্ট ব্যাক্তি আতিকুর রহমান ও জামান আহমেদসহ অনেকেই।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)