নিউইয়র্কে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুর


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 25-08-2022

নিউইয়র্কে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুর

নিউইয়র্কের কুইন্স শহরে স্বাধীন ভারতের জনক মহাত্মা গান্ধীর একটি মূর্তি ভাঙচুর করা হয়েছে। বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে ভারতের বৃহত্তম বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, গত ১৮ আগস্ট রাতে ঘটেছে এ ঘটনা।

কুইন্সের রিচমন্ডহিলের একটি হিন্দু মন্দিরের বাইরের চত্বরে ছিল মহাত্মা গান্ধীর সে মূর্তিটি। মন্দিরের সিসিটিভি ফুটেজের দৃশ্যে দেখা গেছে, প্রথমে এক ব্যক্তি সেøজহ্যামার (বড় আকারের ভারী হাতুড়ি) দিয়ে মূর্তির মাথায় আঘাত করে এবং পরপর কয়েকটি আঘাত করে তা বিকৃত করে। তারপর ছয়জন ব্যক্তির একটি দল এসে মূর্তিটিকে সেøজ হ্যামার দিয়ে আঘাত করতে থাকে এবং সেটির হাত-পা ভেঙে ফেলে।

এ ঘটনার নিন্দা ও তদন্তের দাবি জানিয়ে গত ১৯ আগস্ট এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রে নিয়োজিত ভারতের দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ‘কুইন্সে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুরের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। দূতাবাসের পক্ষ থেকে ইতোমধ্যে এ বিষয়ে মার্কিন সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং এই ঘটনার যথাযথ তদন্ত এবং অপরাধীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে।’ অন্যদিকে সিটি কাউন্সিলম্যান জেনিফার রাজকুমারও নিন্দা জানিয়েছেন এবং দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

নিউইয়র্ক পুলিশ বিভাগ অবশ্য ইতোমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে। নিউইয়র্ক পুলিশ বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ ঘটনাকে ‘হেইটফুল ক্রাইম’ বা ‘ঘৃণাপূর্ণ অপরাধ’ উল্লেখ করে বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মন্দিরের সেই ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ এবং তার ভিত্তি অভিযুক্তদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু হয়েছে।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)