আসছেন বলিউড তারকা নার্গিস ফাকরি


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 13-10-2022

আসছেন বলিউড তারকা নার্গিস ফাকরি

প্রবাসে বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড হচ্ছে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড। গত ২০ বছর ধরে এই অনুষ্ঠানের আয়োজক শো-টাইম মিউজিক। শো-টাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম জানিয়েছেন ২০তম আসর হবে বিনোদন জগতে এক নতুন বিস্ফোরণ। এই সময় ঢাকা শহর ফাঁকা করে নিউইয়র্ক চলে আসবেন ঢালিউডের অধিকাংশ জনপ্রিয় সুপার স্টার। এবারের ঢালিউড অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে জ্যামাইকার আমাজুরা হলের সুবিশাল অডিটোরিয়ামে। আলমগীর খান আলম এক প্রশ্নের জবাবে জানান, বাংলাদেশ এবং বহির্বিশ্ব মিলিয়ে আনুমানিক ৩০ জন তারকা ২০তম ঢালিউডে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। ঢাকা থেকে আসা তারকাদের ভেতর থাকবেন চলচিত্রের নায়ক সাকিব খান, নায়িকা পূজা চেরি, নায়ক ইমন, টিভি অভিনেত্রী মেহেজাবিন, তাশনিয়া ফারিন, তানজিন তিশা, অভিনেতা চঞ্চল চৌধুরী, শিল্পী শাহনাজ খুশী সংগীতজগত থেকে আসবেন তাহসান, মীম, দিনাজ জাহান মুন্নি, রিজিয়া পারভীন এবং ইন্ডিয়ান আইডিয়ালখ্যাত খুদাবক্স। পাশাপাশি ঢালিউড এবং বলিউডের অনেক খ্যাতনামা নৃত্যশিল্পী এবং মডেল অংশ নেবেন বলেও জানা গেছে। ঢালিউড অ্যাওয়ার্ডসের ২০তম টাইটেল স্পন্সর উৎসব ডটকম, গোল্ডেন এজ হোম কেয়ার ও এনাকোন লিজন। ইতিমধ্যেই ঢালিউড অ্যাওয়ার্ডের টিকেট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস, ব্রুকলিন, জ্যামাইকাসহ অন্যান্য স্থানে টিকেটে পাওয়া যাচ্ছে। এ ছাড়াও টিকেট পাওয়া যাচ্ছে অন লাইনে। আবার শো’র দিনও টিকেট পাওয়া যাবে অডিটোরিয়াম কাউন্টারে। আলমগীর খান আলম জানান, ইতিমধ্যে ২-৩ জন শিল্পী এসেছে পৌঁছেছেন এবং আগামী কয়েকদিনের মধ্যে সবাই এসে পৌঁছে যাবেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)