জাতীয় স্মৃতিসৌধে বাম জোটের শ্রদ্ধা নিবেদন


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 26-03-2023

জাতীয় স্মৃতিসৌধে বাম জোটের শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা দিবসের ৫২ বছর পূর্তি উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আজ ২৬ মার্চ ২০২৩ সকাল ৯:৩০টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ নেতৃত্বে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণকালে আরও উপস্থিত ছিলেন সিপিবি’র সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদের সহকারী সাধারণ সম্পাদক  রাজেকুজ্জামান রতন, বাসদ মার্কসবাদীর সমন্বয়ক মাসুদ রানা, মানস নন্দী, সিপিবি নেতা ডা. সাজেদুল হক রুবেল, এড. আনোয়ার হোসেন রেজা ও বাসদ নেতা মাঈন উদ্দিন চৌধুরী, আনোয়ার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।



প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)