নিউইয়র্ক স্টেটে ঈদসহ বড় ধর্মীয় উৎসবে স্কুল ছুটি


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 14-06-2023

নিউইয়র্ক স্টেটে ঈদসহ বড় ধর্মীয় উৎসবে স্কুল ছুটি

নিউইয়র্ক স্টেটের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ঈদ ও দেওয়ালির ছুটি স্টেট অ্যাসেম্বলি ও সিনেটের সিংহভাগ ভোটে গৃহীত হয়েছে। এখন থেকে ঈদ ও অন্যান্য ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসবের দিন স্কুল ছুটি থাকবে। 

বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের নবম লেজিসলেটিভ ডে উপলক্ষে পরিচালিত লেজিসলেটিভ কার্যক্রমের সাফল্য হিসেবে এই সিদ্ধান্ত এসেছে। গত ২৩ মে আলবেনিতে নিউইয়র্ক স্টেট ক্যাপিটলে বাংলাদেশি আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের পক্ষ থেকে প্রায় শত সদস্যের প্রতিনিধিদল নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশিদের পক্ষ থেকে নয় দফা দাবি দাওয়া বিল আকারে অ্যাসেম্বলি ও সিনেটে উত্থাপন করেন। ওই প্রতিনিধিদলে সম্মানিত ডেলিগেট হিসেবে অংশ নেন বাংলাদেশি কমিউনিটির প্রিয় ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ও পিপল ইউনাইটেড ফর প্রোগ্রেসের প্রেসিডেন্ট আবু জাফর মাহমুদ। সেখানে স্টেট অ্যাসেম্বলিম্যান ও সিনেট সদস্যসহ কর্মকর্তাদের আন্তরিকতায় প্রতিনিধিদল উ”চ্ছ্বাস প্রকাশ করেন। পরে এক সংবাদ সম্মেলনে তাদের লেজিসলেটিভ দিবস পালন ও সফল অ্যাডভোকেসি সম্পন্ন হওয়া প্রসঙ্গে বিস্তারিত ব্যাখ্যা করেন ওই গ্রুপের চেয়ার জয়নাল আবেদীন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)