মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ঢাকায়


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 27-11-2023

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ঢাকায়

 আজ সোমবার সকালে তিনি ঢাকায় ফেরেন 

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ঢকায় ফিরেছেন। থ্যাংকস গিভিং এর ছুটি কাটিয়ে ঢাকায় তার কর্মস্থলে  ফিরেছেন তিনি। কলম্বো থেকে আজ সকালে শ্রীলঙ্কান এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইটে তার বাংলাদেশে আসা। তবে তিনি কী কলম্বো ছিলেন না ওয়াশিংটন থেকে ফিরতে ট্রানজিট হিসেবে কলম্বো ছিলেন সেটা জানা যায়নি।

শ্রীলঙ্কান এয়ারলাইনসের ঢাকা-কলম্বো ফ্লাইটে পিটারের সহযাত্রী ছিলেন এমন সংশিলিস্টর কাছে ওই তথ্য নিশ্চিত হওয়া গেছে।  কলম্বো থেকে সকাল ৭টা ৫০ মিনিটে উড্ডয়ন করা বিমান ঢাকার সময় সকাল সাড়ে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করার বিষয়ে মার্কিন তাগিদ ও ভিসা নিষেধাজ্ঞা জারি রয়েছে। এমন পরিস্থিতিতে ১৬ নভেম্বর ঢাকা ছাড়েন পিটার হাস। তাঁর ঢাকা ছাড়া নিয়ে নানামুখী কথা শুরু হয়। 





প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)