জাপা প্রার্থী সেলিমের সমর্থনে সভা


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 27-12-2023

জাপা প্রার্থী সেলিমের সমর্থনে সভা

সিলেট ৬ আসনে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ সেলিম উদ্দীনের সমর্থনে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিয়ানীবাজার-গোলাপগঞ্জবাসীর মতবিনিময় সভা গত ২৫ ডিসেম্বর ওজনপার্কের মামোছ পার্টি হলে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভাপতিত্ব করেন ফারুক উদ্দীন। মঞ্চে উপবিষ্ট ছিলেন অ্যাডভোকেট উদ্দীন, আব্দুন নূর, মুক্তিযুদ্ধা আব্দুর রহমান, মোহাম্মদ ফজলুর রহমান, আব্দুল করিম, আব্দুল হামিদ, নজরুল ইসলাম, শাহ মিজান প্রমুখ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)