ট্যাক্স ফাইল ২৯ জানুয়ারি থেকে শুরু


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 24-01-2024

ট্যাক্স ফাইল ২৯ জানুয়ারি থেকে শুরু

যুক্তরাষ্ট্রে আগামী ২৯ জানুয়ারি ২০২৪ সোমবার থেকে ইনকাম ট্যাক্স রিটার্ন শুরু হচ্ছে। কোনো জরিমানা ছাড়াই ১৫ এপ্রিল পর্যন্ত ২০২৩ সালের ট্যাক্স বছরের ব্যক্তিগত আয়ের ট্যাক্স রিটার্ন ফাইল করা যাবে। আমেরিকান নাগরিক বা গ্রিনকার্ডধারীরা যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থান করলে নিকটস্থ মার্কিন কনস্যুলেটে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারেন।

যদি ১৫ এপ্রিল পর্যন্ত ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে না পারেন, তাহলে আবেদনের মাধ্যমে ছয় মাসের অটোমেটিক বর্ধিত সময় পাওয়া যাবে। এক্ষেত্রে জরিমানা এড়াতে ডিউ ট্যাক্স ১৫ এপ্রিলের মধ্যেই পরিশোধ করতে হবে। বর্ধিত সময় আবেদন ইলেকট্রনিক্যালি বা পেপার মাধ্যমে করতে হবে। যদি ট্যাক্সদাতা সঠিক সময়ে ট্যাক্স ফাইল না করেন বা আবেদনের মাধ্যমে ছয় মাসের অটোমেটিক বর্ধিত সময়ের জন্য আবেদন না করেন, তবে আইআরএস কর্তৃক নির্ধারিত চক্রবৃদ্ধি হারে সুদ ও জরিমানা প্রদান করে সারা বছরই ট্যাক্স ফাইল করা যাবে।

এবারের ইনকাম ট্যাক্স রিটার্নে আর্নড ইনকাম ক্রেডিট, এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট এবং স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ গত বছরের চেয়ে বেড়েছে। আর্ন ইনকাম ক্রেডিট কখনো কখনো এটাকে অর্জিত আয়ের ক্রেডিট বলা হয়। মূলত এটি নিম্ন এবং মধ্যম আয়ের কর্মীদের জন্য একটি কর বিরতি। এটি আপনার ট্যাক্স বিলে অনেক ট্যাক্স হ্রাস প্রদান করতে পারে। কিন্তু আপনার আয় একটি নির্দিষ্ট স্তরের নিচে থাকতে হবে। যোগ্যতা অর্জনের জন্য, আপনি যে বছরে ক্রেডিট দাবি করবেন সেই বছরে আপনাকে কাজ করতে হবে। ২০২৪ সালে ফাইল করা ট্যাক্স রিটার্নের জন্য, আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট, ট্যাক্স মূলত ফাইলিং স্ট্যাটাস, আয় এবং বাচ্চাদের সংখ্যার উপর নির্ভর করে ৬০০ ডলার থেকে ৭ হাজার ৪৩০ ডলার পর্যন্ত পাওয়া যাবে। সন্তানহীন করদাতারাও ইনকাম ও ফাইলিং স্ট্যাটাস অনুযায়ী, কম আর্ন ইনকাম ক্রেডিট পাবেন। গত সপ্তাহে কংগ্রেসের আইনপ্রণেতারা চাইল্ড ট্যাক্স ক্রেডিট বৃদ্ধির জন্য একটি দ্বিদলীয় চুক্তির কথা ঘোষণা করেন। প্রস্তাবিত চুক্তির অধীনে, শিশুপ্রতি সর্বোচ্চ ২০২৩ কর বছরের জন্য ১ হাজার ৮০০ ডলার, ২০২৪ সালের জন্য ১ হাজার ৯০০ এবং ২০২৫ সালের জন্য ২ হাজার ডলার দেওয়ার ঘোষণা করেন।

আর্নড ইনকাম ক্রেডিট পেতে কি যোগ্যতা প্রয়োজন: আর্নড ইনকাম ক্রেডিট পাওয়ার যোগ্যতা অর্জন করতে আপনার অর্জিত বার্ষিক আয় কমপক্ষে ১ ডলার থাকতে হবে (পেনশন এবং বেকারত্ব ভাতা গণনা করা হয় না)। এছাড়াও অন্যান্য নিয়ম আছে। যেমন আপনার বিনিয়োগের আয় ২০২৩ সালে ১১ হাজার ডলার বা তার কম হতে হবে। ২০২৪ সালে এই সংখ্যাটি ১১ হাজার ৬০০ ডলারে উন্নীত হবে।

বয়স: আপনি যদি কোনো কোয়ালিফাইড সন্তান ছাড়াই আর্নড ইনকাম ক্রেডিট দাবি করেন, তাহলে আপনার বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে, কিন্তু ৬৫ বছরের বেশি বয়সী নয়। 

ডিভোর্স দম্পতিদের জন্য বিশেষ নিয়ম: আপনি আর্নড ইনকাম ক্রেডিট-এর জন্য যোগ্যতা অর্জন করতে পারেন যদি আপনি ও আপনার স্ত্রী আলাদাভাবে বসবাস করেন। বিবাহিত হলে জয়েন্ট ট্যাক্স রিটার্ন দাখিল করতে পারবেন না এবং আপনার সন্তানকে অবশ্যই আপনার সঙ্গে অর্ধেক বছরের বেশি সময় ধরে থাকতে হবে। এছাড়াও আপনি গত ছয় মাসে আপনার স্ত্রীর সঙ্গে বসবাস করেননি বা আপনার অবশ্যই একটি বিচ্ছেদ চুক্তি বা ডিক্রি থাকতে হবে।

চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেতে কি যোগ্যতা প্রয়োজন: ২০২৩ সালের কর বছরের শেষে শিশুটির বয়স ১৭ বছরের কম হতে হবে। শিশুটি আপনার পুত্র-কন্যা, সৎ-পুত্র, পালক সন্তান, ভাই-বোন, সৎ-ভাই, সৎ-বোন, নাতি, ভাতিজি বা ভাগ্নে হতে পারে। শিশুটি আপনার ওপর ডিপেনডেন্ট এবং ২০২৩ বছরে অর্ধেকেরও বেশি সময় ধরে আপনার সঙ্গে বসবাস করেছে। 


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)