যুবদলের কমিটি গঠনে দায়িত্ব পেলেন সাইদ-ইলিয়াস


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 06-03-2024

যুবদলের কমিটি গঠনে দায়িত্ব পেলেন সাইদ-ইলিয়াস

জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র শাখার স্টেট কমিটি গঠনে আবু সাইদ আহমেদ ও ইলিয়াস খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (৩ মার্চ) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না’র সঞ্চালনায় এক ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় নিবার্হী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমযার্দা) আবু সাইদ আহমেদ (যুক্তরাষ্ট্র) ও সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইলিয়াস খান (যুক্তরাষ্ট্র) কে যুক্তরাষ্ট্রর বিভিন্ন অঙ্গরাজ্যে যুবদলের স্টেট কমিটি গঠন করার দায়িত্ব দেয়া হয়েছে।

একই সাথে আগামী ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সকল স্টেট কমিটিসমূহের প্রস্তাবনা কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর জন্য বলা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)