সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নান্নুর অবস্থা উন্নতির দিকে


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 13-03-2024

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নান্নুর অবস্থা উন্নতির দিকে

যুক্তরাষ্ট্রে পাবনা সমিতির সভাপতি শফিকুল ইসলাম নান্নু এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। গত ৯ মার্চ নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে রমজানের বাজার করতে এসেছিলেন। বাজারও করেছিলেন। বাজার করে গাড়িতে যাচ্ছিলেন তারা। ৭২ স্ট্রিট এবং ৩৭ এভিনিউ দিয়ে তারা হেঁটে যাচ্ছিলেন এই সময় দ্রুতগামী নিশান পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। শফিকুল ইসলাম নান্নুর স্ত্রী একটু আগে দিয়ে হাঁটছিলেন। শফিকুল ইসলাম নান্নু ছিলেন পেছনে। যে কারণে শুধু নান্নুকে গাড়ি ধাক্কা দেয়। ধাক্কায় তিনি রাস্তায় পড়ে যান। এই সময় তার মাথা থেকে রক্ত বের হচ্ছিলো। যা তার স্ত্রী বন্ধ করার চেষ্টা করছিলেন। ধাক্কায় মান্নু তিনি গুরুতর আহত হন।

এই সময় কে বা কারা পুলিশ কল করলে সাথে সাথেই এ্যাম্বুলেন্স আসে। পুলিশ এসে শফিকুল ইসলাম নান্নুকে নিকটস্থ এলমহার্স্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়েছে। ২৪ ঘণ্টার ব্যবধানে তার জ্ঞানও ফিরেছে, তিনি কথা বলতে পারছেন। চিকিৎসকরা তাকে গভীর পর্যবেক্ষণে রেখেছেন বলে জানান পাবনা সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির। তিনি বলেন, আমি ১২ মার্চ এখনো হাসপাতালে। তার অবস্থা উন্নতির দিকে। জানা গেছে, নান্নুর এক ছেলে এবং এক কন্যার উভয়ই চিকিৎসক। তারা এই দুর্ঘটনার সংবাদ জেনেই ভার্জিনিয়া ও নিউজার্সির কর্মস্থল থেকে ছুটে এসেছেন নিউইয়র্কে। সার্বক্ষণিকভাবে বাবার পাশে রয়েছেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)