বিয়ানীবাজার সমিতির স্বাধীনতা দিবস পালন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 27-03-2024

বিয়ানীবাজার সমিতির স্বাধীনতা দিবস পালন

২৬ মার্চ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আত্মাদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ওজনপার্কে সমিতির নিজস্ব ভবনে মহান স্বাধীনতা দিবস উদযাপন করে। সভায় সভাপতিত্ব করেন সভাপতি আব্দুল মান্নান। অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারী রেজাউল আলম অপু। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বিয়ানীবাজার সমিতির উপদেষ্টা হারুন মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মোস্তফা কামাল, শামস উদ্দিন, বিয়ানীবাজার সমিতির সাবেক সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল হামিদ, বিয়ানীবাজার সমিতির উপদেষ্টা মোজাহিদুল ইসলাম, ফখরুল ইসলাম, সায়কুল ইসলাম, বিয়ানীবাজার সমিতির সাবেক সেক্রেটারী নজমুল হক মাহবুব, নজরুল ইসলাম প্রমুখ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)