দেবিদ্বারবাসীর ২৬তম ইফতার মাহফিল


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 03-04-2024

দেবিদ্বারবাসীর ২৬তম ইফতার মাহফিল

দেবিদ্বারবাসীর কোন সংগঠন নেই। কিন্তু দেবিদ্বারবাসীর পক্ষ থেকে ভিপি জহিরুল ইসলাম মোল্লার উদ্যোগে আজ থেকে ২৬ বছর আগে ইফতার মাহফিল শুরু হয়েছিল। গত ২৬ বছর ধরে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। এই ইফতার মাহফিলে দেবিদ্বারবাসী ছাড়াও কম্যুনিটির সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সৃষ্টি হয় সৌহার্দ্য- সম্প্রীতির অনন্য নজির। ইফতার মাহফিলে বিপুলসংখ্যক দেবিদ্বারবাসী উপস্থিত ছিলেন। দেবিদ্বারবাসীর এবারের ইফতার ও দোয়া মাহফিল গত ৩১ মার্চ রোববার জ্যামাইকার হাজী ক্যাম্প মসজিদে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচলানা করেন জ্যামাইকার হাজী ক্যাম্প মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ মোঃ রফিকুল ইসলাম। 

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সমাজসেবক মোঃ হালিম মুন্সী, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলী, ইঞ্জিনিয়ার শরীফ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দুলাল, ইঞ্জিনিয়ার মুক্তার, মোঃ নজরুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন সরকার মোহাম্মদ দুলাল, মোঃ বাদল, মোঃ কামাল, মোঃ জসিম, মোঃ সোহেল ভুইয়া, গোলাম আজম লিটন, ইঞ্জিনিয়ার আলমগীর, মো: কালাম, মোঃ পনির, মোঃ আনোয়ার, মোঃ সুলতান, মোঃ শাওন সিরাজী, মোঃ কাজল, ইঞ্জিনিয়ার আলম, ইঞ্জিনিয়ার আলম, মোঃ আরমান, মোঃ রুহুল আমিন, মোঃ বিল্লাল, মোহাম্মদ রাসেল, মোঃ ফুল মিয়া, মোঃ আবির, ফখরুল ইসলাম, মোঃ বিল্লাল, মোঃ মামুন, জিএস জসিম, মোঃ মিজান, মোঃ মুনা, মোঃ রাশেদ সরকার, মোঃ সুলতান, মোঃ জাহাঙ্গীর, মোঃ আকতার, মোঃ কাজল, মোঃ হান্নান, শিউলি আক্তার, মোঃ ইকবাল, মাকসুদা ভুইয়া, রুকসানা, লিটন আপা, বেগম আপা, লিলিমা, রুজিনা আক্তার, রুবি আক্তার, বিনা, সেলিনা ফারহানা, রেহানা আক্তার, সালমা আক্তার, হোসনে আরা, বিউটি, কানিজ ফাতেমা, শিল্পী মনি আপা, আখি, ডাঃ জেরিন, সোমা, সালমা, সোনালী, জেবা আক্তার, স্বপ্না আক্তার, রুমানা আক্তার।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)