ইয়েলো সোসাইটির ইফতার মাহফিল


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 03-04-2024

ইয়েলো সোসাইটির ইফতার মাহফিল

ইয়েলো সোসাইটির মৃত্যুবরণকারী সদস্যদের রুহের মাগফিরাত ও বাংলাদেশ তথা বিশ্বশান্তি কামনার মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে প্রবাসের অন্যতম পেশাজীবী সংগঠন ইয়েলো সোসাইটি নিউইয়র্ক ইনকের ইফতার ও দোয়া মাহফিল। গত ২৬ মার্চ মঙ্গলবার গুলশান টেরেসে ইফতার মাহফিলের আয়োজন করে সংগঠনটি। সোসাইটির সভাপতি মাসুদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মাসুদ রানার পরিচালনায় মাহফিলে দোয়া পরিচালনা করেন উডসাইড জামে মসজিদের ইমাম মাওলানা হেলালুর রহমান। দোয়ার পূর্বে তিনি পবিত্র কোরআন-হাদিসের আলোকে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন। প্রায় আড়াই শতাধিক লোকের উপস্থিতিতে মাহফিল ছিল ধর্মীয় ভাবগম্ভীযপূর্ণ। মাহফিলে সোসাইটির সাবেক সভাপতি শাহ আলম, ইসলাম, আলী আক্কাস, আব্দুল আউয়াল ভূইয়া, মো. জহিরুল ইসলাম, আব্দুস সালাম, আখলাকুর রহমান আপন, গোলাম মহিউদ্দিন, সালমান জাহিদ জুয়েল, শেখ ইলিয়াস হাবিবসহ কার্যকরি কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে সভাপতি মাসুদ চৌধুরী আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্ত হয়।

শোক প্রকাশ:

সোসাইটির সাবেক সভাপতি মোহাম্মদ রেজা খান ডালুর জন্য গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি মাসুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক মাসুদ রানা। শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য যে, রেজা খান ডালু গত ২৯ মার্চ ২০২৪ শুক্রবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)