বাফেলোতে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশী নিহত


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 28-04-2024

বাফেলোতে সন্ত্রাসীদের গুলিতে দুই বাংলাদেশী নিহত

যুক্তরাষ্ট্রে আবারও বাংলাদেশী হত্যার শিকার। নিউইয়র্কের বাফেলোতে বন্দুকধারীর গুলিতে  এবার দুই ব্যক্তি নিহত হয়েছেন। এরা দুইজনই বাংলাদেশী।

স্থানীয় সময় শনিবার রাতে পুলিশ নিহতের কথা নিশ্চিত করেছে। এ নিয়ে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

বিভিন্ন খবর মাধ্যমে জানা গেছে, হান্ড্রেট জেনার স্ট্রিটে শনিবার দুপুর সাড়ে ১২টায় দুই ব্যক্তিকে গুলি করা হয়। এর পরপরই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের সোয়াত ইউনিট। পরে তারা দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এ ঘটনায় ভুক্তভোগী এবং অপরাধীর বিষয়ে কিছুই জানায়নি পুলিশ।

দুটি এএমআর অ্যাম্বুলেন্সসহ এক ডজনেরও বেশি জরুরি যান ঘটনাস্থলের কাছে দেখা গেছে। পুলিশ জেনার স্ট্রিট থেকে ইস্ট ফেরি স্ট্রিট পর্যন্ত ঘিরে রেখেছে। ইস্ট ফেরি স্ট্রিটে পুলিশ টেপের ঠিক পিছনে অন্তত ৩০ জন বাসিন্দা জড়ো হয়েছেন। বিকাল ৩টার পর থেকে একটি হেলিকপ্টার ঘটনাস্থলের ওপর দিয়ে চক্কর দিতে দেখা গেছে।

তবে এ ব্যাপারে একজনকে আটক করার খবর ছড়িয়ে পরলেও পরে সেটা নিশ্চিত করেনি পুলিশ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)